শুক্রবার, ১১ মে, ২০১৮

ছোবল

চারিদিকে আজ তোমার মত নপুংসক এর হস্তমৈথুন
অন্ধ দম্ভে গোলাপের দিকেই পা তুলে দাও
কুষ্ঠ মাখা বৃদ্থাঙ্গুলে চুম্বনের প্রত্যাশা
অক্ষম শৃঙ্গারে সমকামের লালসা
অস্লীল নখর উঁচিয়ে উত্তুঙ্গ কামনায় চেয়ে আছো সভ্যতার স্তনে!

এই সভ্যতার রক্তে তুমি মেশাতে চাও সিফিলিস
ঘাতক ঘুন হয়ে কুড়ে খাও আমার সৌখিন সেগুন
তাই এবার তোমার পায়ে চুমুর ছলেই ছোবল দেব
নেবো প্রতিশোধ গুনে গুনে!

  আমি ধুতরা
তাই নেই সুবাসের ছলকলা
বুলবুলি এখানে করে না গুনগুন
শিরস্ত্রান রেখে আমিও উদ্ধত এইবার
সময় আসে আঘাতের পরে আঘাত জমাবার
স্লোগানে আমার জানবে আগুন
কি ছিলো বারুদের মনে মনে!

নীল আকাশে শান্তি কোথায় ?
সাম্রাজ্যের অধিপতি আকাশে ওড়ায় মৃত্যুর দ্রোন।
এই মাটিতে আমার জীবনের ঘ্রান
লোভাতুর চোখে তাকায় শকুন
প্রতারক ডানা তার জানে না কিছুই
ধ্বশে যাবে কখন সে বিষ্ফোরনে !

আমিই বাঙলা
লক্ষ শহীদের সাহস মাখা আমার শিরার খুন
ঘাতক পায়ের চিহ্ন আমি চিনি
শ্রেনীশত্রুর ধুর্ততা আমি জানি
তাই বিষের ঠোঁটে অমৃত ছদ্ধবেশ
ছোবল দিয়েই করে দেবো নিঃশেষ
আমার ঠোঁট গেরিলা হবে যুদ্ধের ময়দানে!


EmoticonEmoticon