বিবৃতিঃআজ ৮জুন ২০১৮ তারিখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) - সিরাজগঞ্জ শাখার আয়োজিত ইফতার অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত গ্রহন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা সংসদ।
গত ৪জুন ২০১৮ তারিখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ইফতার অনুষ্ঠানে সিপিবির যোগদানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় জেলা সংসদ।
জেলা সংসদ মনে করে;বর্তমানে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন ভূলুণ্ঠিত করে চরম ফ্যাসিবাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার,দেশে চলমান মাদক বিরোধি অভিযানের নামে (ক্রসফায়ার) বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করছে সরকার।বন্দুকের নলেই ক্ষমতা পাকাপোক্ত করার এক অশনি সংকেত পাওয়া যায়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বোপরি মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকেছে,ভবিষ্যতেও থাকবে।সরকার প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে দেশের মাদক সিন্ডিকেটের রাঘববোয়ালদের বিচারের আওয়াতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারে।
সরকার-দলের বেশ ক'জন সাংসদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।
বিচার বিভাগ বিকল রেখে র্যাবের হাতে ক্ষমতা দিয়ে বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা একটি সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় বলে মনে করে সিরাজগঞ্জ জেলা সংসদ।
গণতন্ত্রের হত্যাকারীদের সাথে এক টেবিলে না বসে সিপিবির উচিৎ এখন জনগনের মুক্তির পথ তৈরিতে কাজ করে যাওয়া,এবং বিপ্লবের আয়োজন করা।
রাজপথ ছেড়ে খুনিদের সাথে এক টেবিলে বসে কোনো বিপ্লব সম্ভব নয়,সিপিবির এহেন আচরণে সারা দেশে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
গত ছয় জুন শাহবাগে ক্রসফায়ারের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের সমাবেশে নেতাদের উপর র্যাবের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সিরাজগঞ্জ জেলা সংসদ।
পরিশেষে -সিপিবির নেতাদের আওয়ামী প্রীতি ঝেড়ে ফেলে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে ফিরে আসার কৌশল গ্রহণের আহ্বান জানাচ্ছে।
সূত্র:- ণ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিরাজগঞ্জ জেলা সংসদ ।
শুক্রবার, ৮ জুন, ২০১৮
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিরাজগঞ্জ জেলা সংসদ

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon