আমাদের জন্ম হয়েছে ১৯৭১ এর শহীদ স্বপন কুমার চৌধুরীর সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে।
আমাদেরই পূর্বসূরী শাহজাহান সিরাজ স্বাধীনতা ঘোষণা করেছিলেন ২রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠের মধ্য দিয়ে; আমাদেরই পূর্বসূরী আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলভবনে ৩রা মার্চে; আমাদেরই পূর্বসূরী সিরাজুল আলম খান ও কাজী আরেফ ষাটের দশক থেকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন।
হায়, আজ তাঁদের কেউ মৃত, কেউ বিকৃত, কেউ বিক্রিত! কিন্তু কমরেড, আইডিয়া বা চিন্তার মৃত্যু নেই। মৃত্যু নেই স্বপ্নের। আর স্বপ্ন কী, তা বলি বিজ্ঞানী আব্দুল কালামের ভাষায়ঃ
“স্বপ্ন সেটি নয়, যা মানুষ ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটি, যা মানুষকে ঘুমোতে দেয় না”
আমার ঘুম আসে না। কমরেড, আমার ঘুম আসে না। কেবলই কান পেতে শুনি বিদ্রোহী বাঙালী কবির সেই পংক্তিঃ
“কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ!”
EmoticonEmoticon