মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

অপমানিত অরিত্রির আত্মহনঃ প্রতিশ্রুতি-বিস্মৃত জাতির মুখে চপেটাঘাত!

এই বিশ্বে কোনো মানুষেরই কোনো অধিকার নেই অন্য মানুষকে অপমান করার। এটি আধুনিক সভ্যতার মৌলিক মানবতা।  তাই, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘোষিত জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণার প্রথম আর্টিকেলের প্রথম বাক্যে বলা হয়েছেঃ

"All human beings are born free and equal in dignity and rights." [সকল মানুষ অধিকার ও মর্য্যাদায় সমান ও স্বাধীন হয়ে জন্মে।]

আর, সে-সভ্যতার পথে চলতে গিয়ে ১৯৭১ সালে দীর্ঘ-কালের অপমানিত বাঙালী জাতি অপমানকারী পাকিস্তানী শাসক ও তাদের হানাদার বাহিনীর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনতাযুদ্ধ শুরু করেছিলো, যার আনুষ্ঠানিক ঘোষণা বলা হয়েছিলোঃ

"...in order to ensure for the people of Bangladesh equality, human dignity and social justice, declare and constitute Bangladesh to be sovereign Peoples' Republic ..." [ ...বাংলাদেশের মানুষের সাম্য, মনুষ্য মর্য্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বাংলাদেশকে সার্বভৌম জনগণের জনতন্ত্র হিসেবে গঠন ও ঘোষণা করছি..." ]

অথচ, এই প্রতিশ্রুতি পদে-পদে ভঙ্গ করে আজ অসাম্য ও অবিচারের বাংলাদেশে দুর্বল, অধীনস্থ কিংবা ভিন্নমতের মানুষকে অপমান করে কথা বলা যেনো গণসংস্কৃতি এবং অতি-অবশ্যই রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান শিক্ষিকা পর্যন্ত মানুষকে অপমান  করে কথা বলেন।

আর, তারই ধারাবাহিকতায় আজ শিক্ষকের দ্বারা মা-বাবাকে অপমানিত হতে দেখে ভিকারুন্নেসা নুন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারী আত্মহননের পথ বেছে নিয়েছে।

হ্যাঁ, একমাত্র মানুষই পারে নিজের সম্মান ও মর্য্যাদা উচ্চে তুলে ধরতে আত্মত্যাগ এবং এমনকি আত্মহত্যা করতে। কারণ মানুষ হচ্ছে আত্মমর্য্যাদাসম্পন্ন প্রাণী।

আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একই সাথে গর্বও হচ্ছে এই দেখে যে, বাঙালী জাতির এক কিশোরী এতোখানি আত্মমর্য্যাদাবোধ আছে যে, ক্ষমতাবানদের হাতে তার পরিবারকে অপমানিত হতে দেখে সাংঘাতিক একটি প্রতিবাদ করে গেলো নিজের জীবন নিজেই হনন করে।

আমি মনে করি, আত্মমর্য্যাদা সম্পন্ন বাঙালী কিশোরী অরিত্রি অধিকারী নিজের জীবন বিসর্জন দিয়ে সমগ্র জাতির মুখে একটি শক্তিশালী চপেটাঘাত করে তাকে তার বিস্মৃত প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

অরিত্রি কিছু লিখে না যাক, তার পক্ষে আমি লিখে সেই কথাটাই রাষ্ট্র করছি, এবং অরিত্রির আত্মত্যাগের প্রতি রক্তাক্ত হৃদয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি।


EmoticonEmoticon