দেশের নাম বাংলা, যা বাংলাভাষী মানুষের প্রাকৃতিক আবাস। সুতরাং বাংলাদেশের মালিক বাঙালী জাতি। আর, জাতি বলতে বুঝায় দেশের সাধারণ মানুষ।
কিন্তু দেশটি তার মালিকের হাতে নেই। জন্মের পর থেকে এদেশ হাতছাড়া হয়ে গিয়েছে। সেই থেকে লুট চলছে। সাম্প্রতিক ব্যাঙ্ক লুটের হিসেব হচ্ছে ২২ হাজার কোটি টাকা।
কেউ কেউ বাংলাদেশকে তার প্রকৃত মালিক তথা জনগণের কাছে ফেরত দেওয়ার কথা বলে থাকেন। তারা কি এদেশকে জনগণের কাছে দয়াকরে দেবেন? না, এভাবে কেউ দেয় না।
বাংলাদেশকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কারা? কারা দেশটিকে কারও বাবার সম্পত্তি, কারও স্বামীর সম্পত্তি বানিয়ে রেখেছে? আর কারাই বা তা মেনে নিচ্ছে?
দেশটা যে মালিকের হাতছাড়া হয়ে গিয়েছে, এটি কি আপনিতেই চলে আসবে? ভৌট দিয়ে আনা যাবে? আর, ভৌট দিতে দিবেই বা কে, এবং তার মূল্যই বা কী?
জনগণকে যদি দেশ ফেরত পেতে হয়, সাধারণ মানুষের সন্তানদেরকে নিজেদের রাজনৈতিক শক্তি গড়ে তুলে রাষ্ট্রটির দখল নিতে হবে এবং তা ধরে রাখতে হবে।
দেশ ফিরে পাওয়ার নিয়ম আছে, বিজ্ঞান আছে, কৌশল আছে। সেটি শিখতে হবে। আর, সেটি শেখার আগ্রহ জাগবে তখন, যখন এই জাতি তার গড়ে ওঠার ইতিহাস জেনে অবিভাজ্য বাঙালী আত্মপরিচয় ঐক্যবদ্ধ হবে এবং কোনো ব্যক্তির বা শক্তি দাসত্ব মানতে অস্বীকার করবে।
EmoticonEmoticon