ফরাসীরাই প্রথম বিশ্ব-প্রভাব সৃষ্টিকারী বিপ্লবী জাতি, যারা স্বাধীনতা-সাম্য-ভ্রাতৃত্বর মন্ত্রে উদ্দীপ্ত হয়ে সামন্ত রাষ্ট্র বিচূর্ণ করে ১৭৯২ সালের ২৬শে সেপ্টেম্বর প্রথম ফ্রেঞ্চ রিপাবলিক প্রতিষ্ঠা করেছিলো।
ফরাসীদের এই বিপ্লব ও রিপাবলিক প্রতিষ্ঠা বিশ্ববাসীর রাজনৈতিক চিন্তায় এমনই মৌলিক পরিবর্তন এনে দিয়েছিলো যে, পরবর্তী দেড় শতাব্দীর মধ্যে রিপাবলিকই হয়ে ওঠে বিশ্বের সর্ব-জনপ্রিয় রাষ্ট্রব্যবস্থা, আর তা প্রতিষ্ঠার সর্ব-জনপ্রিয় পদ্ধতি হয়ে ওঠে বিপ্লব।
আমেরিকান স্বাধীনতার যুদ্ধ, রুশ বিপ্লব, এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও রয়েছে ফরাসী ভাবাদর্শের প্রভাব। তাই, বাঙালী জাতির স্বাধীনতা ঘোষণায় দেখতে পাই ফরাসী বিপ্লবের মতোই তিন মন্ত্র, যেখানে 'সাম্য' হচ্ছে মূল বাণী।
গত শতাবাদীর চল্লিশের দশকে বাংলায় বিপ্লব প্রচেষ্টায় তৎপর কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে ফ্রান্স হচ্ছে বিপ্লব ও মুক্তির প্রতীক, যা আমরা দেখতে পাই তাঁর 'প্রিয়মতমাসু' কবিতায়ঃ
"ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,
স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে
নক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতো
দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে"
"তিউনিসিয়ায় পেয়েছি জয়
ইতালীতে জনগণের বন্ধুত্ব,
ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র;"
ফ্রান্সের জনগণ আজও অপ্রতিরোধ্য বিপ্লবী ও সংগ্রামী। যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে সরকার অবস্থান নেয়, জনগণ নেই সরকারের বিরুদ্ধে অবস্থান। সারা ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ে বিপ্লবী তরঙ্গ। জ্বলে ওঠে স্ফুলিঙ্গ থেকে দাবালন।
সম্প্রতি ফ্রান্সে জ্বালানীর মূল্যে কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হয় এক আন্দোলন। গায়ে হলুদ গেঞ্জি পরে আন্দোলনে নামার কারণে আন্দোলনকারীরা 'ইয়েলো ভেষ্টস' নামে এবং আন্দোলনটি 'ইয়েলো ভেষ্ট প্রোটেষ্ট' নামে পরিচিতি লাভ করে, যা রাষ্ট্রীয় পুলিস বাহিনী বল প্রয়োগে অবদমিত করতে গেলে জঙ্গী রূপ ধারণ করে।
এ-পর্যন্ত ৩ জন নিহত, ২৬০ আহত ও ৪০০ গ্রেফতারিত হয়েছে গত তিন সপ্তাহে, কিন্তু কোনোক্রমেই ফরাসীদের এই আন্দোলন দমন করা যায়নি। অদম্য আন্দোলনের জঙ্গিত্বের কাছে হার মেনে পুলিস বাহিনীর সদস্যরা গতকাল নিজেদের মাথা থেকে হেলমেট খুলে জনতার জয়ের ইঙ্গিত দেয়, এবং সরকার জ্বালানীর মূল্য থেকে বর্ধিত কর প্রত্যাহার করতে বাধ্য হয়।
আমি মনে করি, বিপ্লবী ফ্রান্সের কাছে সংগ্রামী বাংলাদেশের শেখা আছে, যেভাবে ১৯৬৮ সালের ফরাসী ছাত্র-শ্রমিক আন্দোলন থেকে প্রেরণা লাভ করে বাঙালী ছাত্র-শ্রমিক আন্দোলন ১৯৬৯ সালে গণ-অভ্যূত্থানের সৃষ্ট করেছিলো, যা শেষপর্যন্ত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পরিণতি লাভ করে বাংলাদেশ রিপবালিকের প্রতিষ্ঠা করে।
EmoticonEmoticon