মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

হৃদয়ে সাফা কবির

সম্প্রতি সাফা কবির কে নিয়ে ফেসবুকে অনেক ট্রল চলছে। থেমে গেছে নুসরাতকে নিয়ে ট্রল। ওরে বাঙালী তোরা কবে মানুষ হবি।

কি অন্যায় করেছে সাফা কবির?
লাইভে একজন জিজ্ঞাসা করেছে- আপু আপনি কি পরকাল বিশ্বাস করেন?
সাফার উত্তর ছিল "না"।
আর এতেই সাফা নাস্তিক,বেজন্মা,খানকি,বেশ্যা হয়ে গেল?
কে কিসে বিশ্বাস করলো,আর কিসে বিশ্বাস করলোনা এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
সামান্য একটা কথার জন্য মৌলবাদীরা উঠে পড়ে লেগেছে। আরে ভাই যার যার হিসাব সে সে দেবে। এই নীতিতেতো আপ্নারা বিশ্বাসী তাহলে এতো ট্রলের কি আছে? আপ্নারা যেসব অকথ্য ভাষায় যে সাফার বংশ উদ্ধার করছেন এটা কি আপনার ধর্ম আপনাকে শিখিয়েছে?
তাকে গালি দিচ্ছেন, তার বাবা মাকে গালি দিচ্ছেন। গালি দিয়ে ধর্ম টিকিয়ে রাখা যায়? এতেতো আপনি নিজের ধর্মকে ছোট করছেন। ধর্ম নাকি মানুষকে পরিপূর্ন মানুষ করে গড়ে তোলে তাহলে আপনাদেরকে এমন অমানুষ বানালো কোন ধর্ম?
আবার কিছু অশিক্ষিত,মূর্খের পোষ্ট দেখলাম। তারা লিখেছে সাফার বাবা যে সাফার মার সাথে যৌন মিলন করে তাকে জন্ম দিয়েছে সেটা কি সে দেখেছে? না দেখলে সেটা যে তার বাবা কিভাবে বিশ্বাস করে? তোরা যে কতটা অশিক্ষিত,কতটা ধর্মান্ধ তোদের এসব কথায় বোঝা যায়। আগে নিজেদের মানুষ হিসাবে গড়ে তোল তারপর অন্যকিছু।
সাফা একজন ভাল মানের অভিনেত্রী। তার ভাল বংশ পরিচয় আছে। আর তোরা যারা সাফাকে নিয়ে ট্রল করছিস তোরা তার একটা গোপনাঙ্গের লোমের সমানও না। তোরা নিজেদের চরিত্র একবার দেখ উত্তর পেয়ে যাবি।
তোরা যারা ট্রল করছিস তোরাই বল দিনে কয় ওয়াক্ত নামাজ পড়িস? শুক্রবার ছাড়াতো তোদের খুজেই পাওয়া যায়না। আর কিছু হতে না হতেই তোদের ঈমানদন্ডে আঘাত লেগে যায়। তোদের ঈমানদন্ডটা এতো দূর্বল কেনরে?
নুসরাতকে এভাবে জীবন দিতে হলো তখন কোথায় ছিল তোদের ট্রল?
ফিরিয়ে দিতে পারবি নুসরাতের জীবন? ফিরিয়ে দিতে পারবি নুসরাতের পরিবারের মুখের হাসি।
হ্যাঁ এটা বাংলাদেশ। এই দেশে মোশারফ করিম, সাফা কবিরদের তোদের মত জঘন্য নিম্নমানের ধর্মান্ধ মৌলবাদীদের কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু ঐসব কুলাঙ্গার ধর্ষকদের ক্ষমা চাইতে হয়না। এদেশের অশ্লীল  রাজনীতি ওদেরকে বিচিতে চুমু খেয়ে মুক্তি দেয়_____
হে ৩০ লক্ষ নিবেদিত প্রান - তোমরা ভুল করেছিলে এই দেশকে স্বাধীন করে। তোমরা স্বাধীনতা দিয়ে গেছো ঠিকি কিন্তু বাঙালী বাক স্বাধীনতা আজও পাইনি। পাকিস্থানিদের কিছু বীজ বাংলায় ছিটিয়ে রেখে গেছিলো। সেই বীজ থেকে মৌলবাদীর চারা জন্ম নিছে। যা আজ প্রবল আকারে ছারপোকার মত ছড়িয়ে পড়েছে।
তোমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলে?


EmoticonEmoticon