একজন লিখেছেন 'মার্ক্সের কোন ভবিষ্যৎবাণী সফল হয়নি'। মার্ক্স কি কোন ভবিষ্যৎবাণী দিয়েছিলেন? তিনি কোন অলৌকিক বিষয়ে বিশ্বাস করতেন? তাহলে মার্ক্সের বক্তব্যকে কেন বলা হচ্ছে ভবিষ্যৎবাণী? আসলে মার্ক্স যা করেছিলেন তা হল সামাজিক দ্বন্দ্ব পর্যালোচনা। সমাজ যখন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে তখন শ্রেণীগুলোর মধ্যে নানা বিরোধ দেখা দেয়। সামাজিক এই দ্বন্দ্বকে মার্ক্স দেখেছিলেন সমাজতন্ত্ররূপে। ফলে এটা ঘটবে এর ব্যতিক্রম হবে না তা মার্ক্স কোথাও বলেন নাই।
মার্ক্সের আমলে ইংল্যান্ডের পুঁজিবাদ ছিল সবচেয়ে এগিয়ে। ফলে সেখানে শিল্পবিপ্লব এবং দ্রুত শ্রমিক শ্রেণীর বিকাশ ঘটে। এই শ্রমিক শ্রেণীর সাথে কারখানা মালিক পুঁজিপতিদের নানা ধরণের সামাজিক দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক আমাদের সময়ে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে শিল্পমালিকদের সাথে যে ধরণের দ্বন্দ্ব আছে। শ্রমিকরা মাঝে মাঝে রাজপথে নেমে আসলে পুঁজিপতিদের ঘুম হারাম হয়ে যায় না? তখনকার সময়ে ইংল্যান্ডে একই চিত্র ছিল। ফলে মার্ক্সের পর্যবেক্ষণে এই শিল্প শ্রমিকরা ছিল। এরা যদি সংগঠিত হতে পারে এবং সমাজের অন্যান্য নিপীড়িত শ্রেণী তাদের সাথে যোগ দেয় তাহলে ক্ষমতা থেকে পুঁজিপতিদের উচ্ছেদ করা যাবে না? মার্ক্স তাই মনেকরেছিলেন। ইংল্যান্ডে যেহেতু দ্রুত হারে শ্রমিক শ্রেণীর বিকাশ হচ্ছে এবং পুঁজিবাদী কাঠামো সেখানে অন্যান্য দেশের চেয়ে এগিয়ে। ফলে সেখানে সমাজতন্ত্র কায়েম হওয়ার সম্ভাবনা বেশি।
এখন এটা যদি ইংল্যান্ডে না হয়ে রাশিয়ায় ঘটে তাহলে মার্ক্সবাদের লঙ্ঘন? মার্ক্সবাদ কোন প্রকৃতি বিজ্ঞান নয় মার্ক্সবাদ হল সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষকে নিয়ে তাঁর কারবার। ফলে যেখানে সামাজিক দ্বন্দ্ব বিকশিত হয়ে এমন পর্যায়ে পৌছালে যেখানে পুরাতন ব্যবস্থা আর কোনভাবেই ঠিকে থাকতে পারছে না সেখানে সামাজিক বিপ্লব সংগঠিত হবে। তা যে কোন দেশ হতে পারে। তবে উন্নত পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে যাওয়া যতটুকু সহজ ততটুকু কঠিন ছিল রাশিয়া বা চীন থেকে। ফলে চলার পথে এরা পথ ভুল করে খেই হারিয়ে ফেলেছে। আবার দুনিয়া যখন পুঁজিবাদী পথে তখন একটিমাত্র দেশে সমাজতন্ত্র বেশিদিন ঠিকে থাকতে পারে না।
কার্ল মার্ক্সের বক্তব্যকে ধর্মগ্রন্থের কথা হিসেবে না দেখে যুক্তি দিয়ে দেখতে হবে। নিজের সমাজ দুনিয়াকে দেখতে হবে তখন মার্ক্সকে সেখানে খুঁজে পাওয়া যাবে। দুইশ বছর পরের মার্ক্সের পৃথিবী এখনো সাম্যবাদের স্বপ্ন দেখে, পৃথিবীকে বদলাতে চায় ঠিক যেমন মার্ক্স চেয়েছিলেন-
'এতদিন দার্শনিকেরা পৃথিবীকে ব্যাখ্যা করেছেন, আসল কাজ হল পৃথিবীকে বদলে দেওয়া'
জন্মদিনে জানাই মার্ক্সের প্রতি গভীর শ্রদ্ধা।
EmoticonEmoticon