বুধবার, ৮ মে, ২০১৯

কমরেড শিবদাস ঘোষের আহ্বান

বিপ্লবী তত্ত্ব তাদের কাছে থেকেই শিখতে হবে যারা মার্কসবাদ -লেনিনবাদের নীতি অনুযায়ী ব্যক্তিগত জীবনকে পরিচালিত করার চেষ্টা করছেন,,।

আমি দেশের বিপ্লবী কর্মীদের, মজুরদের, যারা মার্কসবাদ -লেনিনবাদ শিখতে চান তাদের কাছে বলব,এই বিপ্লবী তত্ত্ব তাদের কাছেই শিখতে হবে, যারা মার্কসবাদ -লেনিনবাদের নীতি অনুযায়ী ব্যক্তিগত জীবনকে পরিচালিত করার চেষ্টা করছে,সংগ্রাম চালাচ্ছে এবং সফলও হয়েছেন।

যারা ব্যক্তিগত জীবনে আচার,রুচি অভ্যাসে আজও বুর্জোয়া সংস্কৃতির শিকার, তাদের কাছ থেকে আপনারা মার্কসবাদ লেনিনবাদ শিখবেন না।

কারন তারা মার্কসবাদের নামে যা শেখায়, বিপ্লবের নামে যা শেখায়, তা আসলে ভুল শেখায়।রাজনৈতিক বকুনির বাইরে ব্যক্তিগত আচারনের ক্ষেত্রে যা ইচ্ছে যারা করে বেড়ায়, সংস্কৃতিগত ক্ষেত্রে যেমন নেতার যেমন কর্মীরর যা ইচ্ছে যাদের ব্যাখ্যা থাকে,তেমন করে একটি পেটিবুর্জোয়া পার্টি চলতে পারে,কিন্তু  মার্কসবাদী পার্টি এভাবে চলার রীতিও না এবং চলতে পারেও না।এবং যে পার্টি মার্কসবাদের নামে এমনভাবে আচরন করে -বুঝতে হবে, সে পার্টি আসলে মার্কসবাদের তকমা এটে এটি একটি পেটিবুর্জোয়া পার্টি।

তারা বিপ্লবের নামে যে সংগ্রাম করে তা বিপ্লব নয় এবং বিপ্লবের নামে যা বলে তা শুধু বকুনি মাত্র বুলিস্বর্বস্বতা মাত্র তার মধ্যে' বিপ্লবী তত্ত্বের প্রাণ নেই, বিপ্লব নেই।

কাজেই তাদের কাছ থেকে মার্কসবাদ শিখতে গেলে তা মার্কসবাদের নামে আসলে অন্য জিনিস শেখা হয় আর এরই ফলে মার্কসবাদ মার্কসবাদ যে জিনিসের চর্চা এ দেশে চলেছে, তাতে বিপ্লবী মার্কসবাদের চর্চা হয়নি,সাম্যবাদের সত্যিকারের চর্চা হয়নি, এবং এইসব তথাকথিতম মার্কসবাদীদের কার্যকলাপ ও আচরনের জন্যই মার্কসবাদের মতো কমিউনিজমের মতো একটা অমন উচ্চ মহান আদর্শের মর্যাদাও জনসাধারনের চোখে আজ অনপকখানি হেয় হয়ে পড়েছে।

তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মার্কসবাদ-লেনিনবাদ যদি শিখতে হয়, বিপ্লবী তত্ত্ব যদি আয়ত্ব করতে হয়, তাহলে তেমন নেতা এবং তেমন দলের কাছ থেকেই শিখবেন যাদের কর্মী ও নেতাদের জীবনটাও বিপ্লবীর মতো।

যাদের বকুনিটা শুধু বিপ্লবের, কিন্তু জীবনটা পেটিবুর্জোয়ার বা বুর্জোয়ার মতো, যারা ক্লাস নেয় বিপ্লবের, অথচ যাদের আচারন রুচি এবং সমাজিক সম্পর্কের ধরনগুলো বুর্জোয়া বা পেটিবুর্জোয়া সংস্কৃতিদ্বারা প্রভাবিত,

ব্যক্তিগত জীবনের নানা ব্যাপারে আচারনের ক্ষেত্রে যারা সংগ্রাম চালাতে চাইছে না,তেমন বকনিসর্বস্ব বিপ্লবীদের কাছ থেকে আমার অনুরোধ আপনারা অন্তত বিপ্লবের তত্ত্বএবং মার্কসবাদ-লেনিনবাদ শিখবেন না।

এই ধরনের নেতাদের থেকে আপনারা যত দূরে থাকেন, তাদের গরম গরম বিপ্লবের বুলি থেকে আপানারা যত দূরে থাকেন, তত সত্যিকারের বিপ্লবী আন্দোলনের পক্ষে  মঙ্গল এবং আপনাদের পক্ষেও মঙ্গল।


EmoticonEmoticon