আপনি একজন মানবিক শান্তি প্রিয় মানুষ, যুদ্ধ পছন্দ করেন না। কেও আপনাকে নিজের অধীনে নেবার জন্য যুদ্ধ শুরু করলো আপনার সাথে। তখন কি করবেন আপনি! নিজেকে এক হিংস্রের হাতে তুলে দিবেন? এটা শান্তিপ্রিয় ব্যক্তির উদাহরণ হতে পারেনা। আপনাকে যুদ্ধের বদলে যুদ্ধই করতে হবে। এতে করে আপনি হিংস্র হয়ে যাবেন না, নিজেকে রক্ষা করা হিংস্রতা না। বড়ং নিজেকে হিংস্রের কাছে বিকিয়ে দেয়া কাপুরুষের কাজ।
এসব কি মানেন নাকি মানেন না? নিশ্চই মানেন, কারণ এদেশের ইতিহাসেই নজির আছে। উর্দূকে রাষ্ট্রভাষা করার ঘোষণা যারা ঠেকিয়ে দিয়েছে, তাদের গল্প শুনলে আমাদের মুখ থেকে 'বেয়াদপ' শব্দটি বের হয়না, গর্বে আমাদের গায়ের সব লোম দাড়িয়ে যায়! অস্ত্র হাতে দেশ স্বাধীন যারা করেছে, তারা সন্ত্রাসী না, মুক্তিযোদ্ধা। আরও পেছনে যাই, ডাকাত সূর্যসেন! অনেকের কাছে যে ডাকাত সূর্যসেন, সে আমার চোখে বিপ্লবী মাস্টারদা!
আশা করি আপনার চোখেও তাই!
যদি তাই হয়, কি করে আপনি আমাকে ফ্যাসিবাদী বলতে পারবেন? যেই লোক নিজের সন্তানকে শত্রুপক্ষের হাত থেকে ফিরিয়ে নেয়নি, নিজের সন্তানকে নির্মমভাবে হত্যা হতে দেখেও যেই লোক শত্রুর কাছে মাথা নত না করে বাঁচিয়েছে দেশের মাটি। বাঁচিয়েছে সে আদর্শ, যে আদর্শে আমি বিশ্বাস করি। সেই স্ট্যালিনকে নিয়ে কেও কুৎসা রটাবে, বলবে স্ট্যালিন শিশুর মগজ দিয়ে সকালের নাস্তা করত। আমার তখন চেয়ে চেয়ে দেখতে হবে? আমাকে লালটুপি মাথায় রেখে হাতে তালি দিতে হবে! আমি প্রতিবাদ করলে, আমি এই কুৎসার বন্ধ দাবি করলে ফ্যাসিবাদী হয়ে যাব! না, এতো হতে পারেনা। এমনটা যারা ভাবছেন, তারা অবশ্যই কোন ভুল করছেন, আমরা ফ্যাসিবাদী না। আমার বুকের ভেতর ছুড়ির আঘাত বসাতে আসা কালোহাতকে পরাস্ত করলে আমি হিংস্র না, হতে পারিনা! আপনাদের ভুল হচ্ছে! সুধরে একসাথে আসেন, ঠেকাই!
EmoticonEmoticon