ব্রিটিশ ভারত শাসন আমলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন বা ঘটনা বঙ্গভঙ্গ করা। বাংলার বিভক্তি এবং আমাদের সঙ্গে এর একটি অংশ যুক্ত করে নতুন প্রদেশ গঠনের মাত্র ৬ বছরের মধ্যে তা ব্রিটিশ কতৃক বাতিল ঘোষিত হয় । যদিও ব্রিটিশ শাসকেরা বঙ্গ বিভাগকে স্থায়ী ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করেছিল । হিন্দু সম্প্রদায়ের বঙ্গভঙ্গ রদ আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধিতার কারণ বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া প্রভৃতি বিষয় স্থান পেয়েছে ।
বঙ্গভঙ্গঃ ১৯০৫ সালে লর্ড কার্জন ভারতকে দু'টি ভাগে ভাগ করেছিল । শাসনকার্যের সুবিধার্থে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সী বিভক্তিকরণের কথা চিন্তা করতে থাকে । এ ক্ষেত্রে উদ্যােগী ভূমিকা পারন করে স্যার রামফিল্ড ফুলার এবং স্যার এন্ডু ফ্রেজার । তৎকালীন ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড কার্জনও বহুবার বিষয়টি আলোচনা করেন । অতঃপর ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। দু'টি ভাগে ভাগ হয়ঃ
১.বাংলা প্রদেশঃ বাংলা,বিহার,ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ । কলকাতা ছিল এর রাজধানী ।
২.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশঃ ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ এবং এর রাজধানী হয় ঢাকা । নতুন প্রদেশের আয়তন ছিল ১,০৬,৫০৪ বর্গ মাইল । এর লোকসংখ্যা ছিল ৩ কোটি ১০ লক্ষ । জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান ।
বঙ্গভঙ্গঃ ১৯০৫ সালে লর্ড কার্জন ভারতকে দু'টি ভাগে ভাগ করেছিল । শাসনকার্যের সুবিধার্থে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সী বিভক্তিকরণের কথা চিন্তা করতে থাকে । এ ক্ষেত্রে উদ্যােগী ভূমিকা পারন করে স্যার রামফিল্ড ফুলার এবং স্যার এন্ডু ফ্রেজার । তৎকালীন ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড কার্জনও বহুবার বিষয়টি আলোচনা করেন । অতঃপর ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। দু'টি ভাগে ভাগ হয়ঃ
১.বাংলা প্রদেশঃ বাংলা,বিহার,ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ । কলকাতা ছিল এর রাজধানী ।
২.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশঃ ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ এবং এর রাজধানী হয় ঢাকা । নতুন প্রদেশের আয়তন ছিল ১,০৬,৫০৪ বর্গ মাইল । এর লোকসংখ্যা ছিল ৩ কোটি ১০ লক্ষ । জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল মুসলমান ।
বঙ্গভঙ্গের কারণঃ
১.শাসনতান্ত্রিক কারণ
২.রাজনৈতিক কারণ
৩.ভাগ কর শাসন কর নীতি
৪.অর্থনৈতিক কারণ
৫.সামাজিক কারণ
৬.সাংস্কৃতিক কারণ
১.শাসনতান্ত্রিক কারণ
২.রাজনৈতিক কারণ
৩.ভাগ কর শাসন কর নীতি
৪.অর্থনৈতিক কারণ
৫.সামাজিক কারণ
৬.সাংস্কৃতিক কারণ
ব্রিটিশ সরকার কতৃক বঙ্গভঙ্গের কারণ হিসাবে শাসনকার্যের সুবিধাকে প্রাধান্য দিলেও মূলত এর পিছনে কারণ ছিল "ভাগ কর শাসন কর" নীতি কায়েম করা । তবে বঙ্গভঙ্গকে মুসলমানরা স্বাগত জানালেও হিন্দু সম্প্রদায় বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে আখ্যা দিয়ে তা বর্জন করে । ফলে বঙ্গভঙ্গ ১৯১১ সালে রদ করতে বাধ্য হয় ।
1 মন্তব্য(গুলি) so far
ভাগ কর শাসন কর নীতি বলতে কি বুঝায়?
EmoticonEmoticon