মাথাপিছু আয়, জিডিপি , লুটপাট, বেকারত্ব, বৈষম্য, অসহায়ত্ব সব বাড়ছে ।কতদিন চলবে এই বৈষম্যের উন্নয়ন ?
উন্নয়ন আর লুন্ঠন আজ
একই সাথে চলছে ,
রাস্তা দালান ফ্লাইওভারে
বেশুমার টাকা লুটছে ।
লুটেরারা এতে বেজায় খুশি
জনগন হতভম্ব !
দেশটা এখন ভালই চলছে
শাসকেরা করে দম্ভ ।
ভয়ের রাজ্য কায়েম হয়েছে
চারিদিক নিস্তব্ধ ,
যুক্তি বুদ্ধি কিছুই কি নেই
সব করে দিল স্তব্ধ ।
মানুষের মুখ বন্ধ করে
এ কেমনতরো উন্নয়ন,
ভেবোনা মুখ বন্ধ থাকলে
বুজে থাকে কেউ দু'নয়ন ।
দেখছে সবই বলছে না কিছু
ভাবছো কি মেনে নিচ্ছে ?
একদিন তারা ঘুরে দাড়াবেই
ইতিহাস তাই বলছে ।
চুপ করে আছে বলে ভেবোনা কো
নিয়েছে সবই মেনে ,
একদিন তারা ফেটে পড়বেই
রাগে ক্রোধে অপমানে ।
EmoticonEmoticon