মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

একটি জরীপের ফলাফল ।

আমাদের বর্তমান কোন ভবিষ্যতের পথে ?

প্রথম আলো তারুণ্য জরীপের ফলাফল দেখে মনে ভয়ের শিহরন বয়ে গেল । আমাদের তরুনরা কি ভাবছে, আমরা তাদের জন্য কেমন দেশ তৈরী করেছি, এত উন্নয়নের প্রচারের আড়ালে কি চাপা পড়ে যাচ্ছে আমাদের তরুনদের স্বপ্ন এবং ভবিষ্যত ?
ভবিষ্যত কর্মক্ষেত্র নিয়ে ভরসা করতে পারছেন না  ৮২ শতাংশ তরুন ।
জীবনের লক্ষ্য কি জানেন না ৬৩ শতাংশ ।
নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৫৬.৪ শতাংশ ।
রাজনীতিতে অনাগ্রহী ৫১.২ শতাংশ ।
কিন্তু সমস্যা তো আর এক জায়গায় - 
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট ৭৩.৮ শতাংশ ।
তাহলে নতুন কিছুর স্বপ্ন দেখবে বা বর্তমানকে পাল্টাবে কারা ? কেন এরা সন্তষ্ট  ?
দেশে ১৫ - ২৯ বছর বয়সী তরুনের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ।
আই এল ও'র হিসেব অনুযায়ী
৪০ শতাংশ তরুন নিস্ক্রিয় । তরুনদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ বাড়ছে ।
তরুনরা দেশের ভবিষ্যত । এরা এভাবে ভাবলে কোন ভবিষ্যতের দিকে হাটছি আমরা ??


EmoticonEmoticon