শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

পরিবর্তন ।

মেসিডোনিয়ার আলেক্সান্ডার, মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, তইমুর লঙ, হালাকু খানদের ভয়ে একসময় পুরো পৃথিবী ছিল কঁম্পমান। রোমের কাইজার, পারস্যের কিসরা, রাশিয়ান জারেরা আজ কোথায়? মিশরীয় সভ্যতার ফারাওরা আজ মমি হয়ে ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। একসময় পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রন করা গ্রীক/মেসোপটেমিয়া/রোমান সভ্যতাও আজ ইতিহাসের পাতায়। গ্রীস আজ ধুঁকছে, ইরাকের অবস্থা তথৈবচে, রোমের ও আগের মতো শান শওকত নেই। সারা পৃথিবীকে হাতের মুঠোয় করতে চাওয়া হিটলারের জঙ্গি জার্মানীর আজ কি অবস্থা? মিশর/ইরাক/মঙ্গোলিয়া/ইতালি/ইরান/জার্মানীর কোনটাই আজ বিশ্বরাজনীতি নিয়ন্ত্রন করছেনা। বিশ্ব রাজনীতি এখন চলে গেছে আমেরিকা, চীন, রাশিয়া, ইসরাইল, উত্তর কোরিয়ার হাতে। আগামীকাল ও তাদের হাতেই থাকবে অন্য কেউ উঠে আসবেনা এটা জোর দিয়ে বলা যাবে না। মোটকথা, সমাজের ধারা সবসময় এক স্রোতে প্রবাহিত হয়না। আজ যারা  সুপারপাওয়ার, ক্ষমতাশালী, বিত্তবান, কালকে তারাই যে অন্যের নিকট ভিক্ষে চাইবে না তার কোন গ্যারান্টি নেই। একসময় পৃথিবীর সবচেয়ে  সম্পদশালী অঞ্চল ছিল ভারতবর্ষ তথা বাঙলাদেশ। আজ বাঙলাদেশকে অন্যের দয়ার উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। সুতরাং নিজের শ্রেষ্ঠ সময় নিয়ে আত্মতুষ্টিতে ভুগবেন না। পরিবর্তনকে মেনে নিন। ডাইনোসরের মত অতিকায় প্রাণী বিলুপ্ত হতে পারে! আর আপনার তো অবস্থার সামান্য পরিবর্তন মাত্র! তবে টেনশন নেবেন না। জীবনটাকে মানব কল্যানে ব্যয় করুন। নিজের জন্য ভাবনা ভাবলে সবসময় তা নাও পেতে পারেন! তবে দশের জন্য ভাবলে আপনার পাওনা ও নিশ্চিত, কারন আপনিও দশের একজন!!!


EmoticonEmoticon