আপনি জানেন কিনা জানিনা, দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ের গরীব গর্ভবতী মায়েদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। আর একজন গর্ভবতীর গর্ভাবস্থায় তার এবং তার গর্ভের বাচ্চার জন্য চার কিস্তিতে চব্বিশ হাজার টাকা পাবার কথা। দূর্ভাগ্যবশত আমার ইউনিয়নের কোন গর্ভবতী মহিলা কস্মিনকালেও এই ভাতা পেয়েছে কিনা আমার জানা নেই। ধরুন, একটি ইউনিয়নে প্রতিবছর গড়ে ৫০০ জন গরীব গর্ভবতী মায়েদের এই ভাতা প্রদান করার কথা থাকে, তাহলে চব্বিশ হাজার টাকা করে এই মায়েদের পাবার কমপক্ষে এক কোটি বিশ লক্ষ টাকা। এখন দেশে কম বেশি ৬০০০ ইউনিয়ন হিসেব করে এক কোটি বিশ লক্ষ টাকা দিয়ে গুণ দিতে গিয়ে দেখেছি, আমার ফোনের ক্যালকুলেটরের ডিজিট সংখ্যা অতিক্রম করে গেছে। তবু ধরে নিলাম, গড়ে প্রায় সাত হাজার কোটি টাকা প্রায়। এখন খোঁজ নিয়ে দেখুন, দেশের কয়টা ইউনিয়নে কত জন গর্ভবতী মহিলাকে এই সেবা দেয়া হচ্ছে আর কত টাকা করে দেয়া হচ্ছে! আদৌ তা দেয়া হচ্ছে কিনা? চোরের দল কর্তৃক গরীবের ভিজিডি/ভিজিএফ/কাবিখার টাকা মেরে খাওয়ার পরিসংখ্যানে আজ নাইবা গেলাম!
শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon