শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

আলাপন

কথা হচ্ছিলো এক জামাতি পান্ডার সাথে! ভদ্রলোক মনে করেন, একাত্তরে পাকিস্তান ভাঙাটা বিরাট ভুল হয়েছিল! অখন্ড পাকিস্তান আজ বিরাট একটা শক্তি হয়ে থাকতো। পাকিস্তান ভাঙার পেছনে সম্পূর্ণরূপে ভারত দায়ী। ভারতের উস্কানিতেই কতিপয় বিপথগামী বাঙালি পাকিস্তান ভেঙে মুসলিম ঐক্যে ফাঁটল ধরিয়েছে! আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যা পড়ানো হয় তার সবটাই ভুল! পাকিস্তানিরা বাঙলাদেশে এত বেশি গণহত্যা চালায় নি, ধর্ষণ করেনি! তারা এতোটা শোষন ও করেনি! জিজ্ঞেস করলাম,

- ত্রিশ লক্ষ শহীদের ব্যপারে আপনার অনুভূতি কি?

- তুই তো দেখছি আওয়ামীলীগের মতো কথা বলছিস? ত্রিশ লক্ষ কি গাছে ধরে?

- হা হা হা! তা ঠিক কত লক্ষ গাছে ধরে?

- ইয়ে মানে, সংখ্যাটা কখনোই এতো বেশি হয়নি। এটাকে বাড়িয়ে বলা হয়েছে।

- তা কতটুকু বাড়িয়ে বলা  হয়েছে?

- তা ধর, তিন লক্ষ হবে হয়তো! আর এই তিনকেই এখন ত্রিশ বলা হচ্ছে!

- আচ্ছা যাক, একটা সংখ্যাতো এখন স্বীকার করলেন! তা এই তিন লক্ষ  লোককে যে পাকিস্তানিরা হত্যা করেছিল, সেটাতো আর অস্বীকার করছেন না!

- না!

- দু লক্ষ মা বোনের সম্ভ্রমহানীর ব্যপারে আপনি কি বলবেন?

- এটা ও একটা প্রোপাগান্ডা!

- কিছুটা সত্যি ও কি নেই?

- তা হয়তো আছে! তবে সংখ্যাটা কখনোই দুই লাখ হবেনা।

- তাহলে সংখ্যাটা কি বিঁশ  হাজার?

- তা ওই রকমই হবে।

- যাক, বাঁচা গেলো! আপনি প্রথমে বললেন, ত্রিশ লক্ষ লোককে গণহত্যা করা হয়নি, পরে স্বীকার করলেন সংখ্যাটা তিন লাখ! সম্ভ্রমহানীর ক্ষেত্রেও আপনি স্বীকার করেছেন, অন্তত বিঁশ হাজার মা বোন আমাদের ইজ্জত হারিয়েছে পাকিস্তানিদের হাতে! তা এরপর ও পাকিস্তানিদের প্রতি আপনার এতো দরদ কেন?

- ওরা যে মুসলমান!

- তা মুসলমান হয়েও তো মুসলমানদের হত্যা করতে তাদের বাঁধেনি। একাত্তরে শুধু হিন্দুদেরকেই তারা  ধর্ষণ করেনি/হত্যা করেনি! এরমধ্যে মুসলমান ও ছিল! তাদের বৌ ঝি ও ছিল!

- ও তুই বুঝবিনা। রাষ্ট্রের অখন্ডতা আর ধর্ম রক্ষায় এক আধটু ত্যাগ স্বীকার করতেই হয়।

- তা যে রাষ্ট্র তার  নাগরিকদের সাথে এরকম করতে পারে,  সেই নাগরিকেরা তাদের প্রতি রাষ্ট্রের আচরণের প্রতিরোধ করে অপরাধ করলো কোথায়?

- (চুপ)

- কিছু মনে করবেন না, একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা  এবং তাদের বাঁপ-দাদা ও তাদের এদেশের দোসররা কি বেহেশতে যাবে?

- (থতমত খেয়ে) মুসলমান যেহেতু তাই যাবে বৈকি!

- আমি ও কি বেহেশতে যাবো?

- কালেমা যেহেতু পড়েছিস, একসময় না একসময় তো অবশ্যই যাবি!

- তো আমি যদি বেহেশতে যাই, আর ওখানে গণহত্যাকারীরা আর তাদের দোসররা থাকে, তাদের কি করবো জানেন?

- কি করবি?

- প্রথমে তাদের মুখে থুতু ছিঁটাবো! তারপর ধরে ধরে একেকটাকে খুন করে পৃথিবীতে আমার বাঙালি বাবা/ভাই/মা/বোনের  খুনি/ধর্ষকদের বিরুদ্ধে প্রতিশোধ নেবো ! না পারলে, আল্লার কাছে ফরিয়াদ জানাবো, আমাকে দোজখে পাঠিয়ে দাও! শুয়োরদের সাথে একসঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না!


EmoticonEmoticon