‘গণতন্ত্রহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো’ ও জনজীবনের সংকট দূর করার দাবি এবং দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে ৩০ জুলাই ২০১৭ তারিখ বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, বৃহত্তর বাম ঐক্যের ডাকে বাসদ - সিপিবি ও গনতান্ত্রিক বাম মোর্চার ঐক্যবদ্ধ সমাবেশ করেছে । সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রিয় সাধারন সম্পাদক জননেতা কমরেড খালেকুজ্জামান।সিপিবি র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমসহ বাম মোর্চার কেন্দ্রিয় নেতৃবৃন্দগণ । লুটপাটকারী, দূর্নীতিবাজ, গণতান্ত্রিক অধিকার হরণকারী এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলার লক্ষেই এই ঐক্য গড়ে ওঠেছে । এই ঐক্যবদ্ধ জোটে আরও কিছু রাজনৈতিক দল যুক্ত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে । মুক্তি যুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হলেও, স্বাধীনতা কি? এটা খায় না মাথায় দেয় তার বিন্দুমাত্রও লক্ষ করতে পারেনি বা ভোগ করতে পারেনি গুটি কয়েকজন ধনীব্যক্তি ছাড়া সাধারণ শ্রমজীবি মেহনতি মানুষ ! স্বাধীনতার প্রায় চার যুগ পরেও! এর অনেক কারণ থাকলেও অন্যতম একটি কারণ হল এদেশ যারা শাসন করেছে বা করছে তারা পজিপতিদের কখনো দালালি করে আবার কখনো দাদাগিরিও করে, এর ফলে লুই কানের বাড়ীতে আজ যারা আছেন তাদের মধ্যে ২৫ জন ব্যক্তিও নেই ব্যবসায়ী ছাড়া ! শিল্পপতি শাসিত সমাজে মানুষ কি মানুষের মর্যাদা পায় ? পশুর মর্যাদা ছাড়া? বাম রাজনৈতিক দলগুলো মেহনতি মানুষের কথা বললেও, তাদের কথা পৌছে না মেহনতি মানুষের কাছে । কারণ বাম দলগুলো অসংখ্য ভাগে খন্ড বি খন্ড এটা একটা দেশের জন্যে যে কতটা ক্ষতিকর তা আমি বুঝাতে পারবো না ! এদেশ যখন পুজিপতিরা গোভাগাড় বানিয়ে ফেলেছে ঠিক তখনি একটা বামজোট হলো এটাকে আমি সাধুবাদ জানাই! গণতান্ত্রিক বামজোট ছাড়া এদেশে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় । আওয়ামী-বিএনপি বৃত্ত ভাঙ্গো,বাম বিকল্প শক্তির ঐক্য গড়ো ! দ্বি-দলীয় ধারার বাইরে বিকল্প শক্তি নির্মানের জন্যে "সিপিবি-বাসদ-বামমোর্চার যে জোট গঠিত হয়েছে তা যেন ততদিন দীর্ঘস্থায়ী হয়, এদেশের সকল মানুষ যতদিন পর্যন্ত সামাজিক নির্যাতন ও দারিদ্রতা থেকে মুক্তি পায় ।
রবিবার, ৩০ জুলাই, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon