রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

আজ ফিদেল কাস্ত্রোর ৯১ তম জন্মবার্ষিকী জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

১৯২৬ সালের ১৩ আগস্ট কিউবান বিপ্লবী কমরেড  ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজের জন্ম ।
তিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে আমাদের কাছে পরিচিত। তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ১৯৫৯ থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এরপর ফেব্রুয়ারি ২০০৮ এ তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন । তিনি পুঁজিবাদ,মৌলবাদ বিশ্ব মোড়ল আমেরিকার নিয়ন্ত্রণে,এদের এজেন্ট দেশীয় দালাল বুর্জোয়া ডানপন্থী।এদের চরিত্র লুট,দখল আর ধ্বংস,যুদ্ধ বাঁধিয়ে রাখা,তাই এদের সম্মিলিত ভাবে বয়কট করতে হবে,বিশ্ব মানবতার সাথে আপন দেশের মানবিক সাম্যবাদ সমাজ গড়তে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে।আমাদের দেশকে বাঁচাতে হলে একটি আদর্শিক, দর্শন নির্ভর বিপ্লবী পার্টি গঠন করে তার নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে।সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসি দর্শনেই সঠিক পথ।যারা বলেন বামপন্থা বা সমাজতন্ত্র খারাপ,,মন্দ তাদের বলব আপনার পুঁজিবাদ কতটুকু ভাল।বরং আমি আমার সমাজ তন্ত্রের লক্ষ লক্ষ ভাল দিক দেখিয়ে দিতে পারব।আজ মহান বিপ্লবী কিউবা বিপ্লবের মহা নায়ক কমরেড ফিদেল ক্যাষ্ট্রোর জন্ম দিনে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন রইল।আজকের এই দিনে মানব মুক্তির গান বিপ্লবের মিছিলে যোগ দেয়ার আহব্বান জানায় আমার দেশের বেকার যুবকও সর্বহারা শ্রমজীবিদের! চির বিপ্লবী ফিদেল কাস্ত্রো অমর হোক ।
২০১৬ সালের ২৫ নভেম্বর এই বিপ্লবীর হাভানায় মৃত্যু হয়। কমরেড ফিদেল কাস্ত্রো স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
কমরেড ফিদেল কাস্ত্রো লাল সালাম । জয় সমাজতন্ত্র ।


EmoticonEmoticon