বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

চৌদ্দ-পনেরো-ষোলই অগাষ্টঃ বাঙালীর অবিস্মরণীয় তিন দিন !

ভেবেছিলাম ১৪, ১৫ ও ১৬ই অগাষ্ট নিয়ে বিস্তারিত লিখবো।  কারণ, এই তারিখ তিনটি বৃহত্তর বাঙালী জাতির জন্যে অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু ভ্রমণের মধ্যে সিরিয়াস লেখায় আমি সাবলীল বোধ করি না বলে শুধু পর্যবেক্ষণ স্বরূপ লিখছি দু'টি অনুচ্ছেদ।

১৯৪৬ সালের ১৬ই অগাষ্টকে মুহম্মদ আলি জিন্নাহ তাঁর দ্বিজাতি-তত্ত্ব প্রমাণের জন্যে 'ডাইরেক্ট এ্যাকশন ড্যে' নাম দিয়ে "লড়কে লেঙ্গে পাকিস্তান" ঘোষণার কারণে, কলকাতায় যে-হিন্দু-মুসলিম দাঙ্গা সংঘটিত হয়, তা বাঙালীকে ধর্মীয় আত্মপরিচয়ের ভিত্তিতে গভীরভাবে দ্বিধান্বিত করে ফেলে। এর ফলে ১৯৪৭ সালের ১৪ই অগাষ্ট বাংলার স্থল-জল-অন্তরীক্ষ ও মানুষ দীর্ঘকালের জন্যে বিভক্ত হয়ে পড়ে এবং সেদিন ব্রিটিশ-ভারত 'পাকিস্তান' নামে  ও পরদিন ১৫ই অগাষ্ট 'ভারত' নামে ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসন থেকে মুক্ত হয়ে ডোমিনিয়ন ষ্টেইটাস লাভ করে।

২৩ বছর পর ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত পরিচালিত স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠের পূর্ব-বাংলা পাকিস্তান রাষ্ট্র থেকে বেরিয়ে এসে ইতিহাসে প্রথমবারের মতো বাঙালী জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর তিন বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ই অগাষ্টে তাদের স্বাধীনতা-যুদ্ধের অনুপস্থিত প্রেরণা-পুরুষ ও একনায়ক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বর্বরোচিতভাবে সপরিবারে হত্যা করে। আর এর মধ্য দিয়ে সদ্য-স্বাধীন বাঙালী জাতি দৃশ্যতঃ একটি অমীমাংসেয় অন্তর্দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তির কাছে নিজেকে 'ভালনারেবল' বা নাজুক করে তুলে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কার্যতঃ অর্থহীন পর্যবসিত করেছে।

১৬/০৮/২০১৭
লস এ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র


EmoticonEmoticon