বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

একটি জরুরী সতর্ক বার্তা :

সবাইকে বড় আকারের বন্যার
প্রিপারেসন নিতে হবে।। হাতে
সময় নেই।। তিস্তা নদীর বাঁধ
আজ ভেঙ্গে গেছে। আর গজলডোবা
ব্যারেজের ২১টি স্লুইস গেট আমাদের
প্রতিবেশি রাষ্ট্র ভারত খুলে
দিয়েছে আজ সন্ধ্যায়।।

এই. মুহূর্তে তিস্তায় পানি ২৫
সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
হচ্ছে।। দিনাজপুর পানিতে ভেসে
গেছে।। কয়েকশ চালের আড়ত
পানিতে ভেসে গেছে।।

ফারাক্কা বাঁধ সম্ভবত আজ
রাতেই খুলে দেওয়া হতে পারে।।

জাতিসংঘের আবাসিক
সমন্বয়কের কার্যালয়
(ইউএনআরসিও) ও ইউরোপীয
় ইউনিয়নের যৌথ গবেষণা
কেন্দ্রের (জেআরসি) বৈশ্বিক
বন্যা সতর্কতা পদ্ধতির (গ্লো-এফ
এএস) বিশ্লেষণ করে এই সতর্ক
বার্তা দেওয়া হয়েছে।।

ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল
গুলোতে ১১ আগস্ট শুক্রবার
থেকে পানি বাড়ছে এবং ১৯
আগস্ট পর্যন্ত এই পানি ভাটির
দিকে প্রবাহিত হবে।।

২১ আগস্ট অমাবস্যা। গত ২০০
বছরের বেশি সময়ের ইতিহাসে
ব্রহ্মপুত্রের অববাহিকার উজানে
বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হতে
পারে।।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন,
এবারের বন্যা ১৯৮৮ সালের
থেকেও ভয়াবহ হতে পারে।।

সবাই পর্যাপ্ত চাল, ডাল, লবন,
আলু, তেল সবাই সংগ্রহ করে
রাখেন।


EmoticonEmoticon