শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

নষ্ট নারীর গল্প

আমাকে আজ তুমি পাগল ভাবো,
উন্মাদ উদ্বাস্তু, বড্ড ছেলে মানুষ,আবেগপ্রবণ
অথচ একদিন এখানেই সুখ খুঁজেছিলে
তোমার কামার্ত ঠোঁট আমার সর্বস্ব ছুঁয়েছিল
তোমার ঠোঁটে ছিল বিষাক্ত সাপের বিষ-----------

তুমি কি চেয়েছিলে যা পাওনি
ভালবাসা নাকি হিংস্রতা
আমি হিংস্রতার পাশ কেটে ভালবেসেছিলাম
নগ্নতা ভুলে প্রেম দিয়েছিলাম
তুমি তোমার যৌবন খুলে এসেছিলে
উদ্ধত শিশ্ন খুঁজেছিলে
তা আমি বুঝিনি
তোমার বিষাক্ত ঠোঁট এবং যৌবন
সাগরের রুপ খুঁজেছিল
আষাঢ়ের ব্যাঙের মতো লাফিয়েছিলো
আমি অবিচল সাধন করেছি
হিংস্রতা ভুলে ভালবাসা
শরীরসঙ্গমে বাঁধা নেই
শুধু সময়ের পথ ধরে---------

সময়ের পথ ধরে হেঁটে হেঁটে
গন্তব্যে পৌছাবো
রথ কিংবা তুফানে নয়
তোমার শরীরের ভেতর ফসল ফলাবো
বীজ হবে
তোমার ঠোঁটের ওপর সমুদ্র
বুকের ওপর খেলাঘর
ভ্রমর এবং মাঝি হতে বাঁধা নেই-----
আজীবন ভ্রমর ছিলাম আমি
আজীবন মাঝি
তা তুমি বোঝনি,
শুধু বোঝনি তোমাকে ভালবেসে
দেবতা হতে চেয়েছিলাম
তুমি দেবী
জল হয়ে তোমার শরীরে আজন্ম বসবাস
তোমার গোপন পোষাকে যে জৈব রস
তারা ডেকে বলে আরো
তোমাকে ভেজাতে বাঁধা নেই
পাহাড়ের কোল ঘেঁষে স্বচ্ছ ঝর্ণা
মেঘে মেঘে আলো
বিজলীর আলো
বিজলীর আলো আমি খুব ভালবাসি
আমার জন্ম শুধু তোমার জন্য-------

তোমার জন্য ইতিহাস হয়ে
পৃথিবীর পথ ধরে আবারো ইতিহাস হবো
রোম থেকে মিশরীয়,চৈনিক হতে ব্যবিলনীয়
যে পিঁপড়া খাদ্য জমায়,মৌমাছি মধু
যে মেঘ বৃষ্টি ঝরায়
যে কোদাল মাটি খুড়ে ফসল ফলায়
অনাগত স্বপ্নে বিভোর যে ইতিহাস
তাকে বলেছিলাম সব সুখ তোমার
সব ইতিহাস
সময় শুধু ঘর বাঁধার
সময় ভালবাসাবাসির-----

ভালবাসার অপর নাম জীবন----

তোমার জীবন বাঁচাতে মরতে বদ্ধ পরিকর
জীবনের স্বাদ জেনে তোমাকে বাঁচাতে চাই
শুধু তুমি জানোনা জীবন কাকে বলে----?

শ্যাওলা ফুল কেবলই ভাসতে শিখেছে
সমুদ্র কিংবা নদীর থৈ থৈ জল দেখেছে
মাটির খবর পাইনি কখনো
অজানা জীবনের খবর
তেমনই তুমি-------

উৎসর্গ:- Mofijur, Sotter, Sathi,  পুজা,  মায়াবী,  Tarun,  Fakir, Rakhal, Nazam Nurul,  Siddhartha


EmoticonEmoticon