বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

ইতিহাস থেকে...

১৯৭৩ সালের ডিসেম্বরে সিপিবি'র দ্বিতীয় কংগ্রেসের পর গণ ঐক্য জোটের (আওয়ামীলীগ, সিপিবি ও ন্যাপ- মোজাফফর) ব্যানারে কম্যুনিস্ট পার্টি নতুন উদ্দ্যমে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর বায়তুল মোকাররম এর উত্তর গেটের এক গণ জমায়েতে মণি সিংহ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য মওলানা ভাষানীর সমর্থক চীনের মাওবাদী এবং রববাদীরা বর্তমানে বেশ তৎপর।.........ভাষানী ও রবরা যদি তাঁদের বর্তমান কার্যক্রম থেকে সরে না আসেন এবং তাঁদের এই অপপ্রচার বন্ধ না করেন তবে তাঁদেরকে টুকরো টুকরো করে ফেলা হবে।“ (তথ্য সূত্রঃ দৈনিক সংবাদ, ৩০ ডিসেম্বর, ১৯৭৩)।

অতীতের এইসব কর্মকান্ডের বিষয় নিয়ে কোন পর্যালোচনা বা  মূল্যায়ন হয়েছে? আমি এখন আর বাকশাল  ও  রক্ষীবাহিনী নিয়ে কোন কথার অবতরণ করলামনা।


EmoticonEmoticon