শনিবার, ১২ আগস্ট, ২০১৭

সাম্প্রদায়িকতা কি ?

ভারতীয় উপমহাদেশে প্রধাণত দুটি ধর্মীয় সম্প্রদায়ের লোক বসবাস করে।একটি হচ্ছে হিন্দু ও আরেক টি হচ্ছে মুসলিম।ভারতীয় ব্রিটিশ শাসন আর্জিত হওয়ার পূর্বে বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে সংস্কৃতিক ও জাতীয় ঐক্য সম্প্রতি বজায় ছিলো। কিন্তু, ভারতে ব্রিটিশ শাসন কায়েম হলে তা নষ্ট হয়ে যায় এবং তাদের মধ্যে প্রকট বৈষম্য দেখা দেয়।হিন্দু ও মুসলমানরা ক্রমান্বয়ে দুরে সরে যায়।একে অন্যের পরিপূরক না ভেবে শত্রু ভাবতে আরম্ভ করে।ফলে তাদের মাঝে জন্ম নেয় সাম্প্রদায়িক জাতিয়তা।মুসলমানরা তাদের ধর্মের ও সংস্কৃতির উপর ভিত্তি করে ইসলামিক জাতীয়তা সৃষ্টি করে।অন্যদিকে হিন্দুরাও তাদের ধর্মীয় ও সামাজিক জীবনকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবোধ সৃষ্টি করে।
সাম্প্রদায়িকতাঃ সাধারণত সাম্প্রদায়িতা বলতে ধর্মের নামে ধর্মতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কাজ করাকে বোঝায়।এরুপ সাম্প্রদায়িকতা সম্পন্ন কোন সম্প্রদায় ধর্মকে ধর্মান্ধতায় রুপান্তর করে এবং রাজনৈতিক , অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের কাজে আত্বনিয়োগ করে।তাই সাম্প্রদায়িকতা কথাটিকে বিভিন্ন অর্থে বিভিন্নভাবে প্রয়োগ করা হয়।সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন লোকেরা মনে করে যে,তাদের ধর্মের অনুরাগীদের সকল স্বার্থ অভিন্ন এবং তা অন্য সম্প্রদায় থেকে পৃথক।এসকল লোকেরা ধর্মীয় বিশ্বাসকেই সমাজ ও রাজনৈতির ভিত্তি বলে মনে করে থাকেন।তাছাড়া সাম্প্রদায়িকেরা সাম্প্রদায়িক মতে বিশ্বাস করে বিধায় তারা ধর্মীয় নিরোপেক্ষতার ভিত্তিতে দেশ ও জনগণের ঐক্য স্থাপনকে সমর্থন করে না।
পরিশেষে বলাযায় যে, ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে ব্রিটিশদের দ্বারা সৃষ্ট একটি সমস্যা । ঔপনিবেশিক শাসন কায়েম করার জন্য ব্রিটিশরা সুকৌশলে হিন্দু ও মুসলমানদেরকে উভয়ের বিরুদ্ধে লেলিয়ে দেয়।যার ফলে এতদিন একসাথে বসবাসকারী হিন্দু ও মুসলমানগণ একে অপরকে শত্রু ভাবতে থাকে।শুরু হয়ে যায় সাম্প্রদায়িকতা পরবর্তীতে নানা কারণে এই সাম্প্রদায়িকতা তীব্র আঁকার ধারণ করে।যা অবশেষে অখন্ড ভারত বর্ষকে খন্ডিত করে ফেলে।পরবর্তীতে হিন্দু এবং মুসলমানরা চিরপ্রতিদ্বন্দী দুটি জাতি হিসাবে বিশ্বের দরবারে আত্বপ্রকাশ লাভ করে।।

1 মন্তব্য(গুলি) so far


EmoticonEmoticon