কিন্তু আজ ও কষ্ট লাগে যখন দেখি ১৯৭৫ এর ১৫ আগস্টের সেই খুনিদের বন্ধুরা আজও আওয়ামীলীগের বড় বড় পদ পদবি ও সংসদ সদস্য এছাড়াও মন্ত্রী পদমর্যাদায় বহাল রয়েছেন এছাড়াও তারা রাতারাতি হয়ে উঠেছেন ডিজিটাল মন্ত্রী ::: ও ফুলঝুড়ি ছড়াচ্ছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে.....যা আজ দেখতে হচ্ছে আর দিন দিন নিজেকে বড়ই অপরাধী মনে হচ্ছে....আর ছবিতে যা দেখতে পাচ্ছেন একজন বঙ্গবন্ধুর খুনি কর্নেল পাশা আরেক জন মিষ্টিভাষী মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত...আমার প্রশ্ন হলো বঙ্গবন্ধুর খুনির সাথে মুহিত সাহেব কি হাস্যজ্জ্বল ভাবে বলছেন আর কোন অদৃশ্য শক্তির বিনিময়ে মুহিত সাহেব আজ অর্থমন্ত্রী হয়েছেন ::::তাহলে আজও কি মীর জাফর মরলো না.....রক্ত কি রয়ে গেল তার...::: বড়ই বেঈমান জাতী আমরা..::: অবিলম্বে পদত্যাগ চাই এই মালের...::
শনিবার, ১২ আগস্ট, ২০১৭
আজও কাটেনি সেই বেদনা আজও কাটেনি সেই শোক....

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon