আমার বুকে অজস্র ব্যাথার গল্প আছে
সে গল্প শোনার বন্ধু নেই,
আমার চোখে করুন কান্না আছে
মুছে দেয়ার মত মানুষ নেই।
আমি চলেছি একা নিরবধি বার মাস
প্রতিটি পথেই গুল্ম কাটার সর্বনাশ,
তুমি জান না বন্ধু আমি নিজেই ইতিহাস
তোমার কাছে হয়ত আমি বিপ্রতদাস।
শ্রাবণ মানেই উত্তাল প্রেমের ছন্দ
হৃদয় গহিনে ভাবনার রঙীন ভূমি,
বরাবর এখানেই আমার দ্বন্দ
স্বার্থের কাছে হারলে বন্ধু তুমি।
আমার কাছে শ্রাবণ মানে বেদনার কান্না
যা তুমি জান বা জান না,
আমার কাছে তুমি মানে বিকৃত মায়া
অথবা অভিমানে চলে যাওয়া।
তাই আজ আমি একটি শ্রাবণ
তোমার ভালবাসা ছিল মৃত্যুর মিলন,
হাত বাড়ালে,বুকে নিলে
ঘৃণা করে ভুলেও গেলেও।
আমার যে দুটি আঁখি তোমায় দেখত
শ্রাবণের ধারায় চলমান আজ অন্ধ,
কত জন, প্রিয়জন আজ তোমার
আমি একটি শ্রাবণ,নিসঙ্গ সঙ্গী আমার।
বুক ফেটে যায়,অশ্রু ঝরে বহমান নদী
সে নদীতে সাঁতার দেবে নাকো তুমি,
মরিতে কে চাই অপায়ার সাথে
বনের পাখি তাই তো ফিরে গেল বনে।
ফিরিয়ে দে আমার স্বপ্ন গুলো
ফিরিয়ে দে আমাকে সেই অনুভূতি,
নিরাশার কাল বৈশাখী প্রচন্ড বেগে এলো
তুমি খুশি হবে আমার মৃত্যু হয় যদি।
এক মুঠো স্বপ্নের সাথে নিও একমুঠো সুখ
অভিশাপ দেব না,দেখবে না এই পোড়া মুখ,
তোমার ঘরে বসত যাহার
শুভ শুভ ফুলেল কামনা রইল তাহার।
শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
আমি একটি শ্রাবণ

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon