বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

২০১৬ সালে প্রতিটি কিউবার নাগরিকের এক মাসের রেশন-

১০ কেজি চাল
৬ কেজি সাদা চিনি
২ কেজি লাল চিনি
২৫০ মিলি রান্নার তেল
১২-টি ডিম
১-প্যাকেট কফি
৬-কেজি মাংস
এছাড়া-
প্রতিদিন একটি করে বড় রুটি
প্রতি তিন মাসে এক ব্যাগ লবণ
এর বাইরে-
গর্ভবতী মহিলা এবং ৭ বছর বয়সের নিচের
শিশুদের জন্য প্রতিদিন এক বোতল দুধ।
অসুস্থ রোগীদের চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী পুষ্টিকর খাদ্য বরাদ্দ করা হয়।
এটা দেশের প্রতিটা নাগরিককে প্রদান করা
হয়। ধনী-গরীব, বড়লোক- ছোটলোক, নেতা-
চামচা সবাইকে। এর বাইরে আমাদের মত
নরমাল বাজারঘাট তো আছেই। যে যার মতো
জিনিষপত্র কিনছে নিজের সামর্থ্য
অনুযায়ী। তবে এই রেশন সবার জন্য। গোটা
মাসের রেশনের জন্য নাগরিককে দিতে হয়
কত টাকা জানেন? বিশ্বাস করতে পারবেন
না শুনলে- মাসে দুই ডলারেও কিছু কম।!!!
অর্থাৎ যদি আপনি কিউবার নাগরিক হন
তাহলে- প্রতি মাসে খেয়ে-পরে থাকার জন্য
আপনাকে কিউবায় খরচ করতে হয়
বাংলাদেশের অর্থে মাত্র ১৫০ টাকা।
হ্যাঁ... এটা এক মাসের খরচ।
বিপ্লবের পর থেকে কিউবায় মানুষ না খেয়ে
মারা যায় না...
বিপ্লবের পর থেকে কিউবার মানুষ
চিকিৎসার অভাবে মারা যায় না...
একজন মানুষ হিসেবে ফিদেলের আর কি
কিছু পাওয়ার বাকি থাকে কিনা জানা
নেই ।।
এখন কথা হল, আমরাও তো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছিলাম। আমাদের দেশের সকল ব্যক্তি তো দূরে থাক, ভিক্ষুকেউ ভিক্ষা পায় না সরকারের কাছ থেকে আবার রেশন ! অনেকে বলতে পারেন যে আমাদের দেশ তো আর সমাজতান্ত্রিক না কিউবার মতো রেশন দিবে কেন, আমি বলি তাহলে আমাদের সংবিধানে সমাজতন্ত্র রাখছেন? সং করার জন্য? মুছে ফেলুন ঐ গুনে ধরা সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্র কথাটা !
কোন দেশ যদি তার দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে সে দেশ কোন রাষ্ট্রবিজ্ঞানির মতে স্বাধীন দাবি করতে পারে ?
বাংলাদেশ কি আজও পর্যন্ত একটা মৌলিক অধিকার পূরণ করেছে বা করছে ?


EmoticonEmoticon