মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

হেফাজতী তাত্ত্বিক গুরু ।

দুইজন মানুষ যখন নিজ ইচ্চায় স্বাধীনভাবে যৌন সম্পর্ক গড়ে তোলে সেটা অপরাধ নয়। অপরাধ হল যদি কাউকে সুবিধা দিয়ে, চাপে ফেলে, কোন ধরণের প্রতারণা করে যৌন সম্পর্ক গড়ে তোলেন সেটা অবশ্যই ক্ষতিকর, অনৈতিক। ফরহাদ মজহার অর্চনা নামের মেয়েটির সাথে ( যদিও পত্রিকার নিউজ পুরোপুরি সঠিক বলতে পারছি না) যে সম্পর্ক গড়ে তুলেছেন তা অনৈতিক এবং সুবিধাবাদী চরিত্রের। কারণ গুরুবাবা সেজে মেয়েটিকে জাস্ট ব্যবহার করেছেন। আবার যখন মেয়েটি গর্ভবতী হয়ে গেছে তখন গর্ভাপাত করতে বলেছেন। সেখানে প্রেম ছিল না, কাম ছিল, সুবিধা ছিল। একপাক্ষিক প্রেম হয় না। এইসব ঘটনা করতে গিয়ে যে অপহরণ নাটকের অবতারণা করেছেন তা লজ্জাকর এবং দুঃখজনক। কারণ যারা তার এই অপহরণের জন্য প্রতিবাদ করেছিলেন সবার সাথে তিনি প্রতারণা করেছেন। অবশ্য যারা প্রতিবাদ করেছেন তাদের জায়গা থেকে সঠিক ছিল। এর কারণ হল বাংলাদেশে ক্রমাগত যে গুম করে ফেলা হচ্ছে সেখানে মানুষ আসলেই আতংকের মধ্যে বাস করে। সেই জায়গা থেকে সব ধরণের অপহরণের বিরুদ্ধে দাঁড়ানো নাগরিক দায়িত্ব বটে। কিন্তু ফরহাদ মজহারের মত সচেতন মানুষ যখন মানুষের প্রতিবাদের সাথে প্রতারণা করেন তখন আসলেই তা ক্ষতিকর। অন্য একজন যদি সত্যি সত্যি গুম হন তবে প্রতিবাদের মাত্রা কমে যাবে। এই ক্ষেত্রে মজহারের এই কাহিনী নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে।

দুই ফরহাদ মজহার ইদানিং যে ইসলামী মৌলবাদের চর্চা এবং হেফাজতকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিচ্ছেন সেখানে অবাধ যৌনতার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। সেই জায়গা থেকে তার এই কর্ম স্ববিরোধীতা নীতিবিরুদ্ধ। তাহলে তার এই বিবাহ বহির্ভূত যৌনাচার কথিত মোল্লারা কিভাবে দেখছে? আবার স্ত্রী বা সঙ্গী উপস্থিত থাকতে অন্য মেয়ের সাথে যৌন সম্পর্ক প্রতারণা নয় কি?

অনেকেই বলবেন এগুলো সাজানো নাটক। তবে এটা স্বীকার করতেই হবে ঘটনা যেদিকে যাচ্ছে এটা এখন বাস্তব হয়ে গেছে যে ঐ মেয়েটির সাথে তাঁর সম্পর্ক আছে এবং মেয়েটিকে অর্থনৈতিক সাহায্য করতে অপহরণের কাহিনী সাজিয়েছেন।

কিছু লোক এখনো ইনিয়ে বিনিয়ে মজহারের এই কুকর্ম ঢাকার চেষ্টা করছেন, ইতিহাসের উদাহরণ দিচ্ছেন, যাই করেন না কেন যে জায়গা থেকে উনি সরে গেছেন সেখানে আর বসতে পারবেন না। বাম বুদ্ধিজীবী থেকে ইউটার্ণ করে হেফাজতী তাত্ত্বিক গুরু, গুরুবাবা হয়ে ধর্মীয় লেবাসের অন্তরালে একজন প্রতারক ছাড়া কিছু নয়। এতদিন যতটুকু রেসপেক্ট ছিল এখন সব ধ্বসে গেছে। এখন শুধুই একজন ঘৃণিত প্রতারক ছাড়া কিছু মনে করি না।


EmoticonEmoticon