কারাগার হবে প্রতিটি বাড়ি প্রতিটি ঘর
গণতন্ত্র আমরা শেখাবো সারা দুনিয়াকে
বাজেট আর উন্নয়ন খেয়ে বোকা পাবলিক
ঢাউস হয়ে এখন সারা আসমানে উড়তে থাকবে।
উন্নয়নের জোয়ারে রাজনীতিকরা সব বেহুঁশ হবে
মাঠে ময়দানের গরম ভাষন সব পান্তা জলে ভাসবে
বেয়াদব পাহাড়কে আমার সমতল করে ফেলবো
আর বেয়াড়া নদীগুলিকে আমরা সাইজ করবো
মিত্র দেশের রায়দা দিয়ে তারপর পুডিং পালিশ।
কী বাহারি দেশ হবে একখান!
যা এই ভূ-ভারতে কেউ কখনো দেখনি-
ফিরিঙ্গিরা সব দলে দলে আসবে এই সমতলে
গণতন্ত্র বাজেট আর উন্নয়নের ছবক নিতে।
তখন টকশো সুশীলপাড়া গবেষকদের মহাফেজখানা
সব খালি করে জ্ঞানব্যাপারী ছুটবে উন্নয়নের ছবকশালায়।
EmoticonEmoticon