বন্যা পরিস্থিতি মোকাবেলায় কি করছেন ?
- বন্যা হয়নি তো !
তাহলে কি হয়েছে ?
- পানি জমে আছে আরকি !
পানি জমে আছে কেন ?
- বৃস্টি বেশি হয়েছে, পাহাড়ী ঢলের পানি নেমে এসেছে, নদী উপচে পানি জমি , রাস্তা ঘাটের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানির তোড়ে বাধ ভেঙ্গে গ্রামগুলোতে পানি ঢুকেছে । পানি এসেছে, ২০/২৫ দিন পর পানি চলে যাবে । কোন সমস্যা নাই।
তাহলে ঘর বাড়ীতে যে পানি ঢুকেছে ?
- আরে পাগল এটাতো পানির ধর্ম । পানির উপরিতল উঁচু হলে সে নিচুদিকে যাবেই । ঘর যদি দুর্বল হয়, মাটির হয় তাহলে ধসে যাবে আর পাকা হলে পানি জমে থাকবে । দোষ তো পানির নয়, দোষ ঘরের ।
পত্র পত্রিকা, টিভি যে বলছে বন্যা হয়েছে ?
- আরে বাদ দাও ওদের কথা । ওদের কাজ হচ্ছে খবর দেয়া, তা নাহলে ওরা চলবে কিভাবে ?
ওরা কি মিথ্যা খবর দিচ্ছে ?
- না, আসলে ওদের জ্ঞানের অভাব, কিছুটা কান্ডজ্ঞানেরও অভাব । বন্যা সম্পর্কে জানে না আর কোন সময় কোন খবর দিতে হয় তাও বোঝেনা । অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আসলো , এখন এটা নিয়ে মাতিয়ে দিতে হবে দেশ । তা না, কি সব খবর ছাপে !
তাহলে আপনারা বলছেন বন্যা হয় নি ?
- বললাম তো , পানি বেড়েছে মাত্র ।
পানি বাড়লে তো বন্যা হয় , হয় না ?
- আরে দুর মশাই ! বন্যা মানে তো বন্যা, এটা হচ্ছে পানি বাড়া ।
তাহলে সরকার ত্রাণ দিচ্ছে কেন ?
- দুর্গত মানুষের পাশে দাড়াতে হবে না ! কি যে বলেন , তা না হলে তো সমালোচনা হবে ।
তার মানে, মানুষের দুর্গতি বেড়েছে । তাই না ?
- দুর ছাই, কথা বোঝেন না ! আপনার সাথে আর কথাই বলবো না । বললাম, বন্যা হয়নি, কোন দুর্গত এলাকা নেই তারপরও একই প্রশ্ন । আমার মুখ থেকে সত্যি কথা বের করতে চান ? অত সহজ না ! আপনি এখন যান ...
শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
একটি বিরক্তিকর সাক্ষাৎকার ....

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon