যতবার বাতিল করা হবে, ততবার সংসদে পাশ করা হবে! ষোড়শ সংশোধনী বিষয়ক অর্থমন্ত্রীর এ বক্তব্যকে ব্যক্তিগত বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন আমাদের ওকা কাগু।
ওকা কাগুর কাছে প্রশ্ন, মাল খেয়ে টাল হয়ে কে কখন বক্তব্য দেয় তা কে জানে? তা আমরা কি করে বুঝবো যে, কোনটা দলীয় আর কোনটা ব্যক্তিগত বক্তব্য?
দর্জি বিশ্বজিত হত্যা মামলার ফাঁসীর দন্ডপ্রাপ্ত ৮ সোনার কুকুরদের মধ্যে দুজনের সাঁজা বহাল রেখে বাকিদেরকে মৃত্যুদন্ডের হাত হতে রেহাই দেয়া হয়েছে। দিবালোকের মতো স্পষ্ট ভিডিও ফুঁটেজেও যদি অপরাধ প্রমাণিত না হয়! তাহলে আর কি বা করার থাকে? প্রশ্ন হল, এই দুই কুকুরকে কেন লটকানোর আদেশ বহাল রাখা হল? বাকি ছয় কুকুরের মতো এদের ট্যাকের জোর/মামা/খালু নেই বলে? এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এই দুজনকেও মৃত্যুদন্ডের হাত থেকে রেহাই দেয়া হোক।
EmoticonEmoticon