শনিবার, ৫ আগস্ট, ২০১৭

দূর্জয় প্রতিরোধ

আমি আগুনের জ্বলন্ত অগ্নিকুন্ড
আমি জ্বালিয়ে দিতে এসেছি শোষকের মসনদ,
আমি তেজস্বী বারুদের বিস্ফোরিত শব্দ
লুটেরাদের পথে চলে আমার বুলেটের গতিপথ।
আমি পাতাল থেকে হুংকার তুলি
ভূমিকম্পের কাঁপন কাপে শোষকের বুক,
মা,মাটি,মাতৃভূমি তোমায় ভালবাসি
মাগো মলিন হতে দেব না কভু তব মুখ।
সব মেনে নেব,মানব না জন্মভূমির কান্না
রক্তখেকু জানোয়ার এই বাংলায় আর না,
আর একটি গরীব কাঁদবে না ক্ষুধার যন্ত্রণায়
শোষকের রাজপথে পেরেক ঠুকে দিলাম বঞ্চনায়।
আমি হিমালয় জয়ী যুবকের মিছিলে
লাল পতাকার মুক্তির শ্লোগানে,
আমি এনেছি মানুষের মুক্তির বার্তা
বজ্রমুষ্ঠিতে মুখোশ ধারীদের করিতে শায়েস্তা।
এসো আবার বাংলা মায়ের দামাল ছেলে
বজ্র আওয়াজ তুলি দূর্জয় প্রতিরোধে,
মানুষে মানুষে ভাংগিতে হবে শ্রেণী ব্যাবধান
গরীবের হৃদয় আনন্দে পুলকিত হোক বাঁচিতে প্রাণ।
দেশটা শকুন আর নব্য রাজাকারে ভরে গেছে
শ্রেষ্ঠ বাঙালী বীর মুক্তি যোদ্ধারা তাই আজও কাঁদে,
সেই রক্তধারা আমাদের শিরা উপশিরায়
বার বার প্রতিবাদের আগুন জ্বালিয়ে যায়।


EmoticonEmoticon