চাল ৫০, ডাল ১২০, পিয়াজ ৫৫, মরিচ ২৫০ ... সব্জী, মাছ- মাংস, ওষুধের দাম সব কিছুর দাম বাড়ছে । কমছে সাধারন মানুষের জীবনের দাম, মন্ত্রী এমপিদের কথার দাম।
আয় না বেড়েও বেড়ে যাচ্ছে
সব জিনিসের দাম ,
মধ্যবিত্তের চিবুক বেয়ে
নামছে চিকন ঘাম ।
শ্রমিক কৃষক কেমনে বাচবে
কেমনে কাটাবে দিন,
মজুরী বাড়েনা খরচ বাড়ে
বাড়ছে দোকানে ঋণ ।
বোকার মত এসব ভেবে
চিন্তা করো যত,
ক্ষমতাসীনরা সমাধান দেয়
জ্ঞানী মানুষের মত ।
জিনিসের দাম বাড়ছে বলে
চিৎকার কেন এত ?
খাওয়া কমিয়ে খরচ কমান
বুদ্ধিমানের মত ।
EmoticonEmoticon