ধরনীর বুকে কাছাকাছি তবু , কেউ বুঝি কারো নয়
দুখের দহনে করুন রোদনে, তিলে তিলে তার ক্ষয় ,
তিলে তিলে তার ক্ষয় ।
শৈশব - কৈশোরে শুনেছি এই গান । কে লিখেছেন, কে সুর দিয়েছেন জানতাম না ।
অর্থই বা কি, তাও পুরো বুঝতাম না , শুধু জানতাম আব্দুল জব্বারের গান ।
কি অপুর্ব প্রাণ মাতানো কন্ঠস্বর আর গায়কী ভঙ্গীমা ! এরকম কত গান গেয়েছেন তিনি !
শৈশবের কত স্মৃতি হারিয়ে গেছে, কত কিছু ভুলে গেছি , ভুলি নাই সেই গান !
আজ জীবনের বহু বাঁক ঘুরে, আঘাতে - বেদনায় পিষ্ট আর অভিজ্ঞতায় পুষ্ট হয়ে কিছুটা বুঝতে শিখেছি এমনি অনেক গানের অর্থ ।
সেই মন আকুল করা গায়ক দীর্ঘদিন ছিলেন সৃস্টিক্ষমতারহিত, লোক চক্ষুর অন্তরালে ।
এখন চলে গেলেন সবাইকে ছেড়ে ...
তার প্রতি শ্রদ্ধা ।
দুখের দহনে করুন রোদনে, তিলে তিলে তার ক্ষয় ,
তিলে তিলে তার ক্ষয় ।
শৈশব - কৈশোরে শুনেছি এই গান । কে লিখেছেন, কে সুর দিয়েছেন জানতাম না ।
অর্থই বা কি, তাও পুরো বুঝতাম না , শুধু জানতাম আব্দুল জব্বারের গান ।
কি অপুর্ব প্রাণ মাতানো কন্ঠস্বর আর গায়কী ভঙ্গীমা ! এরকম কত গান গেয়েছেন তিনি !
শৈশবের কত স্মৃতি হারিয়ে গেছে, কত কিছু ভুলে গেছি , ভুলি নাই সেই গান !
আজ জীবনের বহু বাঁক ঘুরে, আঘাতে - বেদনায় পিষ্ট আর অভিজ্ঞতায় পুষ্ট হয়ে কিছুটা বুঝতে শিখেছি এমনি অনেক গানের অর্থ ।
সেই মন আকুল করা গায়ক দীর্ঘদিন ছিলেন সৃস্টিক্ষমতারহিত, লোক চক্ষুর অন্তরালে ।
এখন চলে গেলেন সবাইকে ছেড়ে ...
তার প্রতি শ্রদ্ধা ।
EmoticonEmoticon