জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন জনগণের প্রতি কোন দায় থাকে না। সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখলাম যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা সাধারণ মানুষ থেকে কত দূরে! যেখানে দেশের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের ভোটে নির্বাচিত নন, বিশাল বহর নিয়ে সুইডেন ভ্রমনে বের হয়ে এখন ইংল্যান্ডে আমোদ করছেন তখন দেশে চলছে অন্যতম বড় প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিপর্যয়। ১৫৬ জন মানুষের হারিয়ে যাওয়া, হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে বিপদের মুখোমুখি হওয়া, খাদ্য ও পানি সংকটে পড়ে মানবিক বিপর্যয়ের আশংকার মধ্যে প্রধানমন্ত্রীর পারিবারিক প্রমোদের হাস্যজ্জ্বল একটি ছবি ১৫৬ টি লাশের উপর চপেটাঘাত ছাড়া কিছু নয় কি?
কিছুদিন আগে যখন আগাম ভারী বর্ষণে হাওরের ফসল তলিয়ে যায় তখন আশংকা করেছিলাম দেশে একটি নিরব দুর্ভিক্ষ আসন্ন। এই দুর্ভিক্ষের সম্মুখীন আমরা নয় কি? ধরেন দেশের কয়েক কোটি শ্রমজীবী শ্রমিক কৃষক সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন দুইবেলা পেটভরে খেতে পারে কিনা, তাদের সন্তানেরা খেতে পারে কিনা? যদি উত্তর হয় হ্যাঁ তবে ঠিক আছে আর উত্তর হয় না তখন বুঝতে পারবেন দুর্ভিক্ষের আলামত। কারণ হল চালের দাম এখন সর্বোচ্চ। ৫০ টাকার নিচে কোন মোটা চাল নেই। এই হাহাকার কারা তৈরি করলো? এটা হওয়ার কথা ছিল কি? আমরা সব সময় শুনি দেশে খাদ্যে সয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ বিশাল। তাহলে কিভাবে দেশ খাদ্য সংকটে পড়ে গেল। তার অন্যতম কারণ হল বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, খাদ্য সংরক্ষণ এবং আমদানির ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি, দুর্নীতি। খাদ্যমন্ত্রী বিএনপি ব্যবসায়ীদের দায় চাপায়ে কিভাবে নিজেকে মুক্ত করার চেষ্টা করছেন তা খুবই হাস্যকর। আরেক মন্ত্রী পাহাড় ধ্বসে পড়ার কারণ বিএনপিকে দায়ী করে নিজেদের দায় অস্বীকার করছেন। আজকে হাওর অঞ্চলের মানুষ ফসল হারিয়ে ঠিকমত খেতে পারছে না, পাহাড় ধ্বসে যখন হাজার হাজার মানুষ মানবিক সংকটে তখন সরকারে পক্ষ থেকে ভাল কোন প্রদক্ষেপ লক্ষ করা যায়নি। এই যদি হয় আপনাদের অবস্থা তাহলে এই জনগণ আপনাদের কিভাবে বেছে নেবে?
সরকার ভ্যাট ট্যাক্স আদায় করে জনগণের জন্য ব্যয় করার জন্য। কিন্তু এই করের কত অংশ জনগণের পিছনে ব্যয় হয় আর কত অংশ লুট হয় হিসাব করার সময় হয়েছে। দেশের মানুষ যখন নানা সংকটে তখন অর্থমন্ত্রী করের বুঝা দিনে দিনে বাড়িয়ে নতুন সংকট সৃষ্টি করছেন। কিন্তু এই করের কত পার্সেন্ট পাবলিকের জন্য ব্যয় হয় জানতে মন চায়। হতভাগা মানুষগুলো দিন দিন জীবনযুদ্ধে লড়াই করছে, কিন্তু তাঁদের জীবনের পরিবর্তন হয় না কতিপয় ডাকাতদের জন্য। আমরা এদের কেন ছুড়ে ফেলতে পারি না? এটাই আমার জিজ্ঞাসা।
EmoticonEmoticon