মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

শিশু শ্রম দিবস এবং বাস্তবতা !

১২ জুন নাকি আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস? আমরা সেমিনার করবো, পার্টির আয়োজন হবে, 'ওহ' এখন তো রমজান মাস, ইফতার পার্টি হলে মন্দ হয় না! খোশগল্প হল, পরিকল্পনা হল, ফাইল বানালাম।' হয়েছে, হয়েছে' রাখেন সব সেমিনার আর সুশীলীপনা। দেশে নাকি আইন হয়েছে ১৪ বছরের কোন শিশু কাজ করতে পারবে না। আবার ১৮ বছরের নিচে ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না। তো আইন করেই ক্লান্ত দিলেন? যে শিশুটি কাজ করছে তার পেটের দায় নেবেন না? তার পড়ালেখার দায় নেবেন না? 'যাক, আইন একটা রেখে দিলাম'। কে মানলো না মানলো দেখার টাইম নাই, 'দেশ এগিয়ে যাচ্ছে তাই সাধু এতো সমস্যা খোঁজেন কেন?'
আইএলও হিসাবে দেশে ৭৪ লাখ শিশুশ্রমিক। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করে ১৫ লাখ। বাস্তব হিসাবে তা অনেক উপরে হবে। যারা ইটভাঙ্গা, লেদমেশিন, পরিবহন শ্রমিকের কাজ করে, মাছধরার ট্রলার বা ক্ষেতেখামারে কাজ করে এগুলো ঝুঁকিপূর্ণ  কাজ। এগুলো শিশুর জীবনীশক্তি নষ্ট করে। তাই বৈষম্যমূলক ব্যক্তি মালিকানার সমাজে শিশুশ্রম একটি অভিশাপ।
চাই এমন এক সমাজ যেখানে সব শিশুদের দায়িত্ব নিবে সমাজ। শিশুরা বড় হবে আপন খুশিতে, আনন্দ উদ্দমে এবং মানবিক পরিবেশে। তাই শিশুশ্রমসহ শিশুদের উপর সকল অমানবিকতা এবং নির্যাতন বন্ধে সোচ্চার হতে হবে। শিশুদের জন্য মানবিক পৃথিবী নির্মাণের প্রত্যয় গ্রহন করাই হবে আজকের শপথ....


EmoticonEmoticon