বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক সমকালীন কোনো সাহিত্য ছিলো না বললেই চলে, যা আমার মতে, বাঙালী জাতির পূর্বখণ্ডের বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতার সাক্ষর। তবে, প্রেরণাদায়ক সঙ্গীত ছিলো।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সঙ্গীত যে প্রেরণাদায়ী ভূমিকা রেখেছে, তাতে গীতিকার ও সুরকারের পাশাপাশী দরদী কণ্ঠশিল্পীদের অবদান অসাম্য। বস্তুতঃ মানুষের সামনে কণ্ঠশিল্পীরাই সেই সঙ্গীতের প্রতিনিধি হিসেবে প্রত্যক্ষিত হয়েছেন।
বাঙালীর স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ী সঙ্গীতসমূহের অমর কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল জব্বার, যাঁর জীবনাবসান হয়েছে আজ। আমি তাঁর মহৎ শৈল্পিক অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি।
৩০/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
লণ্ডন, ইংল্যাণ্ড
EmoticonEmoticon