শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

২০০৯ থেকে২০১৭ কি পেলো বাংলাদেশ !

১) বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিয়ারের মধ্যে শত্রুভাব তৈরী করে ভারতীয় সেবাদাসমুলক নতজানু বিজিবি গঠন
২) সাগর- রুনি হত্যার মাধ্যমে সাহসী
সাংবাদিকতার টুটি চেপে ধরার প্রক্রিয়া শুরু ও সম্পন্ন।
৩)শেয়ার বাজার লুট- লাখো লাখো মানুষকে রাস্তার ফকির বানিয়ে দেয়া।
৪) হলমার্ক কেলেংকারীর মাধ্যমে জনগনের সাড়ে ৪০০০ কোটি টাকা লুট।
৫) ডেসটিনি-ইউনি পে টু-স্পিক এশিয়া সহ বিভিন্ন MLM কোম্পানির মাধ্যমে কোটি জনগনের লাখো কোটি টাকা ইচ্ছেমাফিক লুটপাট।
৬) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট,বাংলাদেশ ব্যংকের সিকিউরিটি ভারতীয়দের কাছে হস্তান্তর।
৭) সুইস ব্যাংকে ৫০০০ কোটি টাকা পাচার
৮) দেশের ৭৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার ও হরিলুট
৯) সীমান্তে অসংখ্য ফেলানী হত্যায় মদদ
১০) রানা প্লাজা ট্র্যাজেডি
১১) একেরপর এক ব্লগার হত্যাকান্ড
১২) সুরঞ্জিতের কালো বিড়াল এবং পদ্মা সেতুর আবুল হোসেন
১৩) অসংখ্য বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ গুম।
১৪) নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাতখুন
১৫) সারাদেশে অসংখ্য বিভিন্ন দলিয় নেতাকর্মী খুন
১৬) ৫ই জানুয়ারির বিতর্কিত জাতীয় নিবাচন।
১৭) ভারতকে বিতর্কিত ট্রানজিট,সকল স্থল নৌ বন্দর অনেকটা বিনাশুল্কে ব্যবহারের অনুমতি প্রদান।
১৮) জাল জালিয়াতির রেকর্ড ভঙ্গকরে  স্থানীয় সরকার নির্বাচন।
১৯) বিতর্কিত হেফাজতি শিক্ষানীতি প্রণয়ন
২০) সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মহোৎসব।
২১) সংখ্যালগু নিযাতন ও বিদেশীদের উপর পরিকল্পিত হামলা
২২) সাদা পোষাকে গ্রেফতার করে হাজার হাজার মানুষককে ক্রসফায়ার ও গুম
২৩) কুমিল্লায় তনু হত্যাসহ লাখো ধষন হত্যা ও মদদ।
২৪) বাঁশখালীসহ দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ কয়লা বিদ্যুৎকেন্দ্র নিরমান
২৫) রামপালে বিতর্কিত বিদ্যুৎকেন্দ্র,সুন্দরবন ধংসযজ্ঞ ও ভারতের কাছে সমপন
২৬) কুইক রেন্টালের নামে বিদ্যুতে হরিলুট ও ১০ দফায় বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়িয়ে জনগনের পকেট ছিনতাই
২৭) দফায় দফায় গ্যাসের অযৌক্তিক
দাম বাড়িয়ে জনগনের বারবার পকেট মারা
২৮) ইয়াবা ব্যবসার বানিজ্যিক সম্প্রসারন করে দেশের তরুন সমাজকে ধ্বংস
২৯) দেশের সকল
বামপন্থি,মধ্যপন্থী,ডানপন্থীদের উপর চরম নিযাতন নিপীড়ন,নিষ্পেষণের মধ্য দিয়ে নৈরাজ্যবাদি ফ্যাসিবাদের রামরাজত্ব কায়েম
৩০) জঈী দমন ও দমনের নামে নাটকবাজি
৩১) দেশের পাহাড়ি,সাওতাল,দরিদ্র হাওড়বাসীদের উপর নিযাতনের স্টিম রোলার চালানো
৩২) সরকার ও আওয়ামী ছাত্রলীগের সরাসরি ও পৃসটপোষকতায় সারাদেশে সাম্প্রদায়িক হামলা। রামুর ঐতিহাসিক বৌদ্ধ মন্দির ধ্বংস থেকে নাসির নগর ও সাওতালদের উপর অমানুষিক,অমানবিক সাম্পদায়িক নিপীড়ন
৩৩) বিচার বিভাগ ধ্বংস করতে সাম্প্রতিক সুপ্রিমকোর্ট ও প্রধান বিচারপতির উপর নগ্ন ও জঘন্য হামলা।

কোনটা রেখে কোনটা বলি।
উন্নয়নের নামে কি এই ভয়াল দূঃশাসন?
ইতিহাসের কালো অধ্যায় ২০০৯-২০১৭ বাংলাদেশে মানুষ দেখেছে/দেখতেছে
আরো দেখবেন!!!
না সমাপ্তির পথ খুজবে বাংলাদেশ?


EmoticonEmoticon