কে বলে আমার আর কাজ নেই হাতে
ওকে নিয়ে থাকা কাজ কী দিন কী রাতে ।
জলবন্দি যাবো দূর জলের ওপারে
বেরিয়ে পড়েছি ভোরে আলো অন্ধকারে ।
ওকে নিয়ে থাকা কাজ কী দিন কী রাতে ।
জলবন্দি যাবো দূর জলের ওপারে
বেরিয়ে পড়েছি ভোরে আলো অন্ধকারে ।
দুগাছি কাচের চুড়ি কেনা চাই পরাবো দুহাতে
সে কোন সকাল থেকে হেঁটে হেঁটে এসে গেছি রাতে ।
সকালটা ছিল পাখিডাকা গতকাল
রাতটা পেরিয়ে দেখি আরেক সকাল ।
আবার বেরিয়ে পড়ি ঘুমঘুম চোখে
কাচের চুড়িই কিনে দিতে হবে ওকে ।
সে কোন সকাল থেকে হেঁটে হেঁটে এসে গেছি রাতে ।
সকালটা ছিল পাখিডাকা গতকাল
রাতটা পেরিয়ে দেখি আরেক সকাল ।
আবার বেরিয়ে পড়ি ঘুমঘুম চোখে
কাচের চুড়িই কিনে দিতে হবে ওকে ।
হাতদুটো গড়া ওর পরশপাথরে
এমনও কি হতে পারে দেখি এক ভোরে?
কী হবে কাচের চুড়ি ও ও যদি পরে
হাতই কাচের চুড়ি নেবে সোনা করে ।
এমনও কি হতে পারে দেখি এক ভোরে?
কী হবে কাচের চুড়ি ও ও যদি পরে
হাতই কাচের চুড়ি নেবে সোনা করে ।
পরশপাথর হাত ছোঁবো আমি পরাণপাথরে
ও কি কাঁদবে না যদি সেই ক্ষণে বৃষ্টিটি না ঝরে?
নাই যদি ঝরে বৃষ্টি ফোঁটায় ফোঁটায় তারাফুল
ভেঙে কি যাবে না স্বপ্ন মনে কি হবে না সবই ভুল?
ও কি কাঁদবে না যদি সেই ক্ষণে বৃষ্টিটি না ঝরে?
নাই যদি ঝরে বৃষ্টি ফোঁটায় ফোঁটায় তারাফুল
ভেঙে কি যাবে না স্বপ্ন মনে কি হবে না সবই ভুল?
সোনার কাঁকনই থাক তোমার সোনার হাতে পরা
কাচের চুড়িও সোনা তোমারই ও হাতে যে অধরা!
যে হাত কবিতা লেখে সেই হাতই জেতে বুঝি জরা
যে দেশে কত না বৃষ্টি সেই দেশই দেখে নাকি খরা?
কাচের চুড়িও সোনা তোমারই ও হাতে যে অধরা!
যে হাত কবিতা লেখে সেই হাতই জেতে বুঝি জরা
যে দেশে কত না বৃষ্টি সেই দেশই দেখে নাকি খরা?
আছেই বিমুখ সে নদী নিষিদ্ধ মেঘজলভরা
ওপরে আকাশ নিচে কথাশোনা অবাক বৃক্ষরা ।
ওপরে আকাশ নিচে কথাশোনা অবাক বৃক্ষরা ।
EmoticonEmoticon