শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

শর্টফিল্ম "কমরেড"।

শ্রমজীবী মানুষরাই যে তিলে তিলে আমাদের এই সমাজ-সভ্যতা-দেশ গড়ে তুলেছে তা আমাদের সবারই জানা।কিন্তু আমরা যারা ছাত্র,চাকুরীজীবী কিংবা ব্যবসায়ী তারা অনেকেই শ্রমিকদের এই অবদানকে স্বীকার করিনা।

কিন্তু সবাই স্রোতে গা ভাসায় না।কেউ কেউ আলাদা হয়,যারা কথা বলে শ্রমিকের অধিকার নিয়ে, যারা কথা বলে শ্রমিকের দাবি নিয়ে। সিনেমা তৈরী করে শ্রমিকের প্রতিবাদী গলার আওয়াজ পৌছে দেয় শতকোটি মানুষের নিকট।তেমনি একজন নির্মাতা ছিলেন ঋত্বিক কুমার ঘটক।

ঋত্বিক কুমার ঘটকের "কমরেড"গল্প অবলম্বনে তরুন নির্মাতা মাসুম বিল্লাহ তৈরী করেছেন শর্টফিল্ম "কমরেড"।ফিল্মটিতে শ্রমিক ও মালিকের বেতন সংক্রান্ত দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে।একজন শ্রমিকনেতা, শ্রমিকদের দাবি ও শ্রমিক আন্দোলন গড়ে ওঠার ভিতরের গল্প খুব কাছ থেকে দেখিয়েছেন নির্মাতা।

শেষ পর্যন্ত শ্রমিকনেতা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার সিদ্বান্ত নিলে তারই এক কমরেড সকল শ্রমিকদের স্বার্থে নেতাকে খুন করে।এবং আন্দোলন রানিং রাখে।

ছবিটির শুটিং হয়েছে ময়মনসিংহ শহরে।চিত্রগ্রহন খুব সুন্দর হলেও শব্দের ক্ষেত্রে সামান্য ত্রুটি রয়েছে।কিন্তু তাতে ছবির মুল বিষয়বস্তু বুঝতে কোন সমস্যা হবে না।

ছবির সময়কাল ২৫মিনিট।ছবিটি ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে।যারা শ্রমিক রাজনীতি করেন, শ্রমিকদের নিয়ে ভাবেন তাদেরকে ছবিটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।পরিশেষে মাসুম বিল্লাহর মতো আরও অনেক তরুন এগিয়ে আসুক এই ধরনের ছবি নিয়ে এটাই কামনা।


EmoticonEmoticon