শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

এখন দেখি সব ধার্মিক এই একই কথার ফুলঝুরি ফোটচ্ছে ।

যে নাস্তকিরা শুধু হিন্দুদের কিছু হলে প্রতিবাদ করে??বার্মায় বুদ্ধরা মুসলিমদের হত্যা করছে তার জন্য নাস্তিকরা প্রতিবাদ করে না কেন? কিন্তু আপনারা কেন এই রকম একটা বড় ভুল সব সময় করছেন।কাউকে  দেখাতে পারবেন যে হিন্দুদের জন্য প্রতিবাদ করেছে?নেপালের বা ভারতের হিন্দুদের জন্য প্রতিবাদ করেছে?না আমরা হিন্দু বা মুসলিমদের জন্য প্রতিবাদ করি নাই।করেছি আমার দেশের মানুষের জন্য।প্রতিবাদ আর দুঃখ প্রকাশ এক কথা না।আমারা দেশের অসহায় বা অন্যায়ের বিরুদ্ধতা করেছি।তা হিন্দু না মুসলিম তা না জেনেই করেছি।প্রতেকটা ধর্ষনের প্রতিবাদ করেছি তাদের বিচার চেয়েছি।যেখানে মুসলিম মেয়েরার ধর্ষিতার সংখ্যা বেশি ছিল।কই তখন দেখা যায় আপনারার মত ধার্মিকেরা চুপ থাকেন।কেন চুপ থাকেন?ধর্মে ধর্ষন করা হালাল এই জন্য?আমাদের দেশের সব মানুষ সমান।কিন্তু আপনারা শুধু মুসলিমদের কিছু হলেই প্রতিবাদ করেন।আবার হিন্দুরা হিন্দুদের কিছু হলে প্রতিবাদ করেন।

আমি আমার দেশের সমস্যা নিয়ে প্রতিবাদ করি।কারন আমার প্রতিবাদী কন্ঠ সিমানার বাহিরে নাও যেতে পারে।আমি আগেও বলেছি।আমি হিন্দু বা মুসলিমদের সমস্যা প্রতিবাদ করি না।আগেও যখন পাকিস্তানী জঙ্গি হিন্দু ২১ পুলিশ বাহিনীকে হত্যা করে,আমি প্রতিবাদ করি নাই।এই হিন্দুরাই আবার কাশমিরের মুসলিমদের মারল আমি প্রতিবাদ করি নাই।আমি এই সকল হত্যা গুলোর জন্য অনেক দুঃখ প্রকাশ করেছি।শুধু মাত্র আমার দেশের প্রতেকটি হত্যা এবং অন্যায়ের প্রতিবাদ করেছি।আগে আমাদের দেশের সমস্যা নিয়ে চিন্তা করুন।তার পর অন্য দেশ।।তাদের জন্য দুঃখ করতে পারেন।কিন্তু আপনি,আমি এই দেশের বুদ্ধদের কে হত্যা করে প্রতিবাদ করতে পারি না।তাদের কে কিছু করতে পারি না।এই অধিকার আপনাদের বা আমাদের নেই।আমি বলি যদি কোনদিন মুসলমানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়।আমি বাংলাদেশের জন্য যুদ্ধ করব।আবার যদি হিন্দুএর সাথে বাংলাদেশের যুদ্ধ হয়।আমি বাংলাদেশের জন্য যুদ্ধ করব।কোন মুসলিম বা হিন্দুর জন্য আমার দেশের বিপক্ষে গিয়ে যুদ্ধ করব না।ভাই আমি ও বার্মার মুসলিমদের আশ্রয় দেওয়ার পক্ষে।কারন তাদেরকে আমি মানুষ হিসাবে চিন্তা করি। আগেও কিন্তু অনেক আশ্র দিয়েছে তারা ভিবন্ন ভাবে এলাকা গুলোকে চরম অশান্তিতে ভোগাচ্ছে।।আমিও কিন্তু এই সব এলাকাতে ছিলাম,আমি চিটাগাং এর মানুষ তা খুব ভাল ভাবে জানি।কথায় আছে না অতীত দেখে বর্তমানকে বিচার কর।।শুধু তাদের অতীতের কারনে কোন দেশ রাজি হচ্ছে না।কিন্তু আরব দেশ গুলি কি করে?? তারা বর্তমান বিশ্বে ধনী দেশের কাতারে।সিরিয়াতে যখন বাচ্চার লাশ মরে সাগরে ভেসে উঠল।তখন আরব দেশ গুলি তাদেরকে কেন সাহায্য করল না???তখন আপনারা কেন তাদের সমালোচনা করলেন না?জার্মানি তাদেরকে সাহায্য এর জন্য এগিয়ে আসল।একটা কাফের দেশ হয়ে।তখন কেন জার্মানির প্রশংসা করলেন না?তার পর এই সিরিয়ার শরণার্থীরা জার্মানির কত বড় দুটা আঘাত করল।উপকারের বিপরীত শাস্তি।এখন যদি মুসলিম জাতি মরে মরে নদীতে ভেসে যা তারপরেও সাহায্য করবে না কাফের রাষ্ট্র গুলি।যেই আরব আরব বলে জিবন দিচ্ছেন এই আরব প্রতিদিন মুসলিমজাতিকে ধর্ষন করে রক্তাক্ত করছে।তার পরেও তাদের পূজা করেন।লাজ্জা হওয়া উচিত মুসলিমজাতির।তা না হলে তাদেরকে কেন সমালোচনা করেন না।শরণার্থীদের সাহায্য করছে না এই জন্য।।আরবে বিশ্বের সবচ্ছে দামি গাড়ী গুলি।বড় বড় টাওয়ার গুলি।মুসলিম মুসলিম ভাই ভাই।তারা তাহলে কি চুদির ভাই?কাফেরা কেন বার বার মানবতা দেখাবে।বিপদআপদ শেষ হলে ঠেলা দিয়ে নরকে পাঠাবেন আবার।বাংলাদেশের মত গরিব দেশ কেন সাহায্য করবে?যেখানে আমরা হাজার হাজার মানুষ লেখা পড়া করে বা কেউ না করে চাকুরীরর অভাবে।সবার অপমানের জালায় আপন জন কে ছেড়ে বিদেশ নামের জাহারনামে পরে আছে। বছর এর পর বছর।খেয়ে না খেয়ে কত কষ্ট করে বেচে আছে।মরলেও কেউ ফিরে তাকায় না।কারন আমার দেশ গরিব, সকল নাগরিকের জন্য কর্মসংস্থান নেই।তার উপর হাজার হাজার শরণার্থী কি ভাবে সাহায্য করবে।কত মানুষ বছরের পর বছর রাস্তায় না খেয়ে বেচে আছে আমাদের দেশে।তাদের জন্য কেন আপনার মন কান্দে না?কিন্তু মায়ানমারের তাদের একটা সমাধান হয়া উচিত।মানুষ মানুষকে এই ভাবে মারবে।তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।তাই জাতিসংঘ তাদের সমস্যার জন্য এগিয়ে আসা উচিত।তারা মুসলিম বলে না।মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো উচিত সবাইকে।শুধু বাংলাদেশের উপর বুঝা চাপাইলে হবে না।এইটা সমাধান না ।


EmoticonEmoticon