সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

হিজাবী পত্রিকার হকার ।

আমি যে মফস্বল এলাকায় বসবাস করি, সেখানে কোন নারী সাংবাদিক নেই। কোন মিটিং মিছিলেও নারীদের যথাযথ উপস্থিতিও নেই কালেভদ্রে ছাড়া.....। ফেসবুকে অনেকের আইডি থাকতে পারে, অনেকে নারী প্রতিবাদী পোস্ট ও দিতে পারে, তবে ফিল্ডে কোন নারী কমরেডের অস্তিত্ব আমার নজরে আসেনি। আজকে একজন হিজাবী পত্রিকার হকার দেখে একটু আশান্মিত হলাম, সাধারণত সারাদেশেই যেখানে নারী হকার খুবই কম, সেখানে আমার এলাকায় এটা একটা অবাক করারই ব্যপার। তো অনেকেই তাকে দেখে বাঁকা চোখে তাকায়, নেতিবাচক মন্তব্য করে, কিন্তু সেটাকে সে গ্রাহ্য না করে তার মতো করে কাজ চালিয়ে যায়। একটা মৌলবাদী এলাকায় তার এ অসীম সাহসের জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিতেও প্রস্তুত হই। একটা পর্যায়ে পকেট হতে টাকা বের করার জন্য হাত ঢুকাই, একটা পত্রিকা ক্রয় করব বলে! কিন্তু পত্রিকার নাম দেখে ফাঁটা বেলুনের মতো চুপসে গিয়ে  টাকা ছাড়াই পকেট হতে হাত  আপনা আপনি বের হয়ে আসে, কারন সে যে পত্রিকাটি সাধারণত বিক্রি করে, সেটাও একটা ধর্মান্ধ/মৌলবাদী গোষ্ঠী হেজবুত তাওহীদের পত্রিকা যেটার নাম, বজ্রকন্ঠ.......!


EmoticonEmoticon