মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

পুরনো প্রবাদ ,নতুন ব্যাখ্যা , উত্তরহীন প্রশ্ন ...

ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল
ছয় মাসের পথ মর্দ ছয় দন্ডে গেল ।
ট্রেনে চড়িয়া মর্দ দাড়াইয়া থাকিল
সাড়ে চার ঘন্টায় সে জামালপুরে গেল ।

ট্রেনে এত ভীড় ! কিন্তু জামালপুর তো যেতেই হবে । Ticket কাটতে গিয়ে কাউন্টারে শুনলাম নাই । অনুরোধ করলাম অন্ততঃ একটা standing ticket দেন । দয়া করে দিলেন । ট্রেনে উঠতে গিয়ে মনে হলো ঢাকা শহরের সবাই বোধ হয় আজ জামালপুরে আসছে । আ্যটেনডেন্ট বললেন, উইট্যা পড়ুইন, ভীড় হউক আর যাই হউক, যাওন লাগবো না ?
সাহস করে উঠলাম তো বটে, কিন্তু পা রাখবো কোথায় ? যারা সিটে বসেছেন তারা ভীড় দেখে মহা বিরক্ত । কেউ কেউ বললেন , "কি সব ঝক্কর মক্কর লোক উইট্যা পড়ে । দ্যাখতাছে সীট নাই   তাও উটন লাগবো "।
ময়মনসিংহ থেকে খোকন ভাই ফোনে জিজ্ঞেস করলেন, ট্রেনে উঠেছেন ? বগি কোনটা, সীট নাম্বার কত ?
মনে পড়লো সেই ছেলের কথা । পরীক্ষার রেজাল্ট নিয়ে বাসায় এসেছে । বাবা জিজ্ঞেস করেছে, পাশ করেছিস ? ছেলের উত্তর, ইশ ! ফেলই জোটে না তার আবার পাশ ?
বাবা অবাক, কি বলছিস ?
ছেলে বললো, হ্যা, এক ক্লাস নিচে নামিয়ে দিয়েছে ।
ট্রেনে উঠতেই অবস্থা খারাপ তার আবার সিট !
যা হোক , সব কিছু নাকি ইতিবাচক ভাবে দেখতে হয় ।
বাসে আসলে ভাড়া বেশি লাগতো, সময় বেশি লাগতো । ভাড়া এবং সময় তো বাচলো !
কিন্তু প্রশ্ন তো একটা থেকেই গেল ।
এত যাত্রী ট্রেনে যাতায়াত করে । সিট না পেলেও ভাড়া দিয়ে যায় তারপরও রেলওয়ের এত লোকসান কেন ?


EmoticonEmoticon