মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

এনজয় গরু

lইতিহাস বলছে, অনার্যদের কাছে ষাঁড় পূজনীয় ছিল, এবং আর্যদের কাছেও কিছু কিছু গরু সম্মানীয় ছিল। তবে আর্য অনার্য সবাই গো মাংস ভক্ষণ করত, সানন্দে।

মহাভারতে আছে মদ্ররাজ দশ হাজার গরু হত্যা করে ব্রাহ্মণ ভোজন করান।
রাজা রন্তিদেবের মহানসে প্রত্যেক দিন দুইহাজার গরু বলি দিয়ে অতিথিদের অন্ন প্রদান করা হত। ¹

স্বামী বিবেকানন্দ বলেন: এই ভারতেই এমন এক সময় ছিল যখন গোমাংস ভক্ষণ ব্যতীত কোন ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকতে পারতেন না। বেদ পড়লে দেখবে কীভাবে কোন রাজা, সন্যাসী বা মহৎ ব্যক্তি এলে পশুশালা থেকে সর্বশ্রেষ্ঠ গরুটাকে বধ করা হত। ²

তিনি আরো বলেন : তোমাদিগকে বললে তোমরা আশ্চর্য হবে যে, প্রাচীন অনুস্ঠান প্রনালী অনুসারে যে গরুর মাংস খায় না সে ভালো হিন্দু নয়। ³

স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী নিখিলানন্দ গুরুর জীবনী লিখতে গিয়ে বলেন : স্বামী বিবেকানন্দ সাহসিকতার সঙ্গে তাদেরকে বৈদিক কালের ব্রাহ্মণের গোমাংস ভক্ষণের কথা বললেন। একদিন তাকে জিগ্যেস করা হলো, ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল কাল কোনটি? তিনি জবাব দিলেন, বৈদিক যুগ - যখন পাঁচ জন ব্রাহ্মণ একটা গরু কচরমচর করে খেয়ে ফেলতেন। ⁴

মহাপন্ডিত রাহুল সাংকৃত্যায়ন লিখেছেন, গুপ্ত শাসনে (৩১৯ - ৫৩৩ খ্রী.) আমাদের প্রাচীন শ্রোত্রীয়গণ যেখানে গোমাংস বিনা কোন আতিথ্যকে স্বীকার করতেই চাইতেন না, সেখানে এখন গোমাংস ধর্ম বিরুদ্ধ বলে গণ্য করা হয়।5

আরো তথ্য :
১.অজের মাংস [বেদ:১/১৬২/৩] খাওয়া হত।
২.Ñআরও বলা হয়েছে পরস্বিনী গাভী মানুষের ভজনীয় [বেদ:৪/১/৬]।
৩.Ñগো-হত্যা স্থানে গাভীগণ হত্যা হত [বেদ:১০/৮৯/১৪]।
৪.ইন্দ্রের জন্য গোবৎস উৎসর্গ করা হয়েছে। [ঋকবেদ: ১০: ৮৬: ১৪]।
৫.বেদে সবচেয়ে বেশি শ্লোক উৎসর্গ করা হয়েছে দেবতা ইন্দ্রের নামে। এবং তাকে উৎসর্গীকৃত প্রথম শ্লোকেই খাদ্য হিসেবে গরুর উল্লেখ করা হয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
৬.[Indra:] ‘They have cooked for me fifteen bulls, and twenty, so that I may eat the fat as well. Both sides of my belly are full.’ “ – Rig Veda 10:86:14.
৭.এমনকি উপনিষদ বলছে:‘বেদজ্ঞান লাভ করতে হলে,স্বাস্থ্যবান সন্তান লাভ করতে হলে ষাঁড়ের মাংস খাওয়া জরুরি।”[সূত্র: বেদ;২য় প্রকাশ,পৃ: ১৩,৬৭;হরফ প্রকাশনী,কলিকাতা ]।

বলতেই হয়,
কোন মাংস যদি আপনার জাত কেড়ে নেয়ার ক্ষমতা রাখে, তবে মানুষ ও বিশ্বাসী হিসেবে আপনি খুবই দুর্বল প্রকৃতির।
সুতরাং দ্বিধা কিসের?
জয় গুরু
এনজয় গরু!

1.মহাভারত, বনপর্ব, ২০৭/৮ -৯
2.The complete works of Swami Vivekanands, p. 174.
3.Ibidem, p. 536.
4.Vivekanand - A Biography, Swami Nikhilananda , p. 96.
5.ভোলগা থেকে গঙ্গা, রাহুল সাংকৃত্যায়ন, পৃ. ২১৪।


EmoticonEmoticon