পারমাণবিক নিষিদ্ধি চুক্তি স্বাক্ষরঃ বাংলাদেশের জন্যে ক্ষমাহীন ভুল!
বাংলাদেশের পক্ষে পারমাণবিক নিষিদ্ধি চুক্তি স্বাক্ষর করা হবে একটি বিশাল ভুল। এই ভুলের কোনো ক্ষমা নেই!
পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে ইরাকের কী পরিণতি হয়েছে? লিবিয়ার কী পরিণতি হয়েছে? দেশ দু'টোকে কি ধূলোয় মিশিয়ে দেয়া হয়নি?
বিপরীতে, পারমাণবিক শক্তি আছে বলেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাগাড়াম্বর করা ছাড়া একটি ঢিল ছোড়ারও কি সাহস পাচ্ছে কেউ? এ-থেকে আমরা কী শিক্ষা পাই?
দীর্ঘকাল থেকে বলে আসছি এবং আজও বলছিঃ বাংলাদেশের থাকা চাই পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও কমপক্ষে এক কোটি গণসেনা। তা নাহলে বাঙালী জাতিকে খুবই বড়ো খেসারত দিতে হবে।
ভারত ও পাকিস্তানের যদি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, বাংলাদেশের থাকতে পারবে না কেনো? থাকতেই হবে।
১৩/০৯/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
EmoticonEmoticon