৩৬ শতাংশ হিন্দু হতে ৮ শতাংশে নামিয়ে আনার পেছনে কোনটা দায়ী? ধর্মীয় সংঘাত? জাতিগত দাঙ্গা? নাকি রাজনীতি?
নাসিরনগরের তান্ডবের পেছনে সরাসরি দায়ী ছিল, স্থানীয় আওয়ামীলীগার। উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্যের ইন্ধন ছিল তাতে। সাধারণ মুসলমান ব্যবহৃত হয়েছে! তবু এটাকে আপনি কি বলবেন? ধর্মীয় সংঘাত? জাতিগত দাঙ্গা? নাকি রাজনীতি?
গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী উচ্ছেদের পেছনে ছিল সুগার মিলের জায়গা দখল। এর পেছনে ও নিয়ামক হিসেবে কাজ করেছে স্থানীয় আওয়ামীলীগ। সাঁওতালদের ঘরে আগুন দিয়েছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী! তবু এটাকে আপনি কি বলবেন? ধর্মীয় সংঘাত? জাতিগত দাঙ্গা? নাকি রাজনীতি?
পার্বত্য চট্রগ্রামে আদিবাসী/উপজাতি নিধন/নির্যাতনে জড়িত সেটেলাররা। পেছন থেকে ফোর্স করে সেনাবাহিনী/পুলিশ/বিজিবি। মাঝে মাঝে সরাসরি সেটেলারদের ভূমিকায় নামে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদিবাসীরা অভিযোগ জানাবে কাকে? জানালেও সুফল পাওয়া যায়না। উল্টো নির্যাতনের শিকার হতে হয়। এটাকেও আপনি কি বলবেন? ধর্মীয় সংঘাত? জাতিগত দাঙ্গা? নাকি রাজনীতি?
সংখ্যালঘু নির্যাতনের পেছনে যদি রাজনীতি দায়ী থাকে তাহলে এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলা যাবে কি?
EmoticonEmoticon