রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

একজন রাজনৈতিক নেতা...

একজন রাজনৈতিক নেতা হলেন রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দ্রষ্টা।তাই সেই স্বপ্ন দ্রষ্টার যে গুণাবলী থাকা জরুরী...হলেন
১.সাহস
অ্যারিস্টটলের অমর বাণী, ‘হলেনসাহস হচ্ছে মানুষের প্রথম গুণ যা অন্য সব অসম্ভবকে সম্ভব করে তোলে।’ এই কথার পরিচয় পাবেন হালের জনপ্রিয় বিজ্ঞাপনে- ‘অসম্ভবকেই সম্ভব করা অনন্তর কাজ’। সাধারণ মানুষ তাদেরকেই অনুসরণ করে যাদের সাহস আছে। সবার সাহস থাকে না। যাদের সাহস আছে, তারাই ঝুঁকি নিতে পারেন। কঠিন মুহুর্তে সাহস নিয়ে দারুণসব সিদ্ধান্ত আর চিন্তা যারা করতে পারেন তারাই সাফল্যের দিকে ছুটে যান। বিল গেটস আর তার বন্ধু সাহস দেখিয়ে ১৯৭৫ সালে স্কুল ছেড়ে মাইক্রোসফট প্রতিষ্ঠা না গড়লে পৃথিবী উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ইন্টারনেট এক্সপ্লোরারের দেখা পেত? ফেসবুক চালু করার পরে মার্ক জাকারবার্গের নামে মেধাস্বত্ব আইনে মামলা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। ২০০৮ সালে সেই মামলায় জাকারবার্গের জরিমানা হলেও তিনি কিন্তু সাহসের সঙ্গে চালিয়ে নিয়ে গেছেন ফেসবুক ডট কম।
২.বিনয়
স্বার্থক নেতা তিনিই যিন কাজের খারাপ দায় নিজের উপর নেন, কিন্তু কাজের ভাল দিকের দায় অন্যদের দেন। বলেছেন জন ম্যাক্সওয়েল। স্বার্থক নেতারা বিনয়ী হন। তারা কাজের ক্ষেত্রে অন্যদের যোগ্যতা অনুসারে প্রশংসা ও উৎসাহ দিতে পারেন। আপনি যেখানে সারাদিন নিজে কতটুকু কাজ করেছেন তা নিয়ে ভাবেন সেখানে সফল নেতারা সবাইকে নিয়ে কতটুকু ভাল কাজ করা যায় তা নিয়ে ভাবেন।

৩.নম্রতা
সফলরা নম্র হন। সাধারণ পরিস্থিতি আর যেকোন উৎকণ্ঠায় তারা ঠান্ডা মাথায় অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করেন।

৪.ব্যক্তি সচেতনতা
ল্যাটিন প্রবাদে বলে, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যদের কিভাবে শাসন করবে? সাধারণ মানুষ সব সময় অন্যরা কি করে না করে তা নিয়ে ভেবে আর হতাশায় দিন কাটিয়ে দেয়। কিন্তু যারা সফল নেতা তারা ব্যক্তি জীবনে নিজের সব কথা আর কাজ সম্পর্কে সচেতন থাকেন। ব্যক্তি সচেতনতা সাধারণ মানুষের বুদ্ধির মাত্রা বাড়িয়ে দেয়। সফলরা নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সব সময় সচেতন থাকেন।

৫.ভাল আচরণ
আপনি যেভাবে মানুষকে দেখবেন, সাধারণ মানুষও আপনাকে সেভাবেই দেখবে। আপনি যেভাবে মানুষের সঙ্গে আচরণ করবেন, সাধারণ মানুষও আপনার সঙ্গে সেই আচরণ করবে।


EmoticonEmoticon