আমি শয়তান! সেই শয়তান, যে কোনদিন মিথ্যা বলেনি,সুদ খায়নি,ঘুষ খায়নি,নারী ধর্ষণ করেনি,অন্যের সম্পদ গ্রস করেনি,তবু আমি শয়তান।আমার অপরাধ, আমি আমার অধিকার চেয়েছিলাম স্রষ্টার কাছে।আমি বলেছিলাম আমি আযাযিল,আমি ফেরেসতাদের সর্দার, কেন আমি মানুষের পায়ের কাছে মাথা নত করবো?স্রষ্টাইতো বলেছে" আমি ছাড়া কাউকে সেজদা করবে না"।মানুষের পায়ের কাছে মাথা নত করা মনে কি মানুষকে সেজদা করা নয়? আর স্রষ্টারর হুকুম ছাড়া একটা একটা গাছের পাতা পর্যন্ত নড়তে ওারে না।তো আমি কেন শয়তান হোলাম?কেন আমি বিতাড়িত হোলাম স্বর্গ থেকে? এর পেছনেকি স্রষ্টার কোন ইচ্ছে ছিলো না?অবশ্যই ছিলো।কেনো মানুষ আমাকে ঘৃনা করবে? কি অধিকার আছে মনুষের আমাকে ঘৃণা করার? স্রষ্টা আদম হাওয়াকে স্বর্গ থেকে কোন অছিলায় বিতাড়িত করতো যদি আমি না করতাম কাজটা? অথবা আমার দ্বারা না হলেও যে কারোর দ্বারা কাজটা হতো আর সে আমার মতই অপরাধী হতো।পৃথিবীতে আসার জন্য মানুষ আমাকে দোষারোপ করে।কেন মানুষ আমাকে দায়ী করবে? আমাকেতো গর্বের সাথে স্মরণ করা উচিৎ অন্য ফেরেসতাদের যেমন মানুষ করে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
আধুনিক সাহিত্য যদি এমন হয় তবে কেমন হবে ?

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon