যদি কোনদিন কবিতা লেখি
তবে লাল পতাকার জন্য লিখব,
মৃত্যুর আগেই আমি লাল পতাকার বিপ্লবী ভাষণ দেব।
আমার কন্ঠ রুখবে কে
কার এত হিম্মত,
বজ্র আওয়াজ তুলবই
ওরা দূর্নিতীবাজ,
ভয় নেই বিপ্লবী যদি তুমি থাক পাশে
আমার লাল পতাকা
আমার চেতনায় বিপ্লবী সাহসে।
আমি মুক্ত করবই হাত বাঁধা শিকল
আমি চুরমার করব চক্রান্তের দেয়াল
আমি ওদের কথা দিয়েছি
একটা সকাল বেলার লাল সূর্যের
মুক্তির,শান্তির,স্বাধীনতার,
দু মুঠো ভাত দেব
দেব শোষণ মুক্ত সমাজ
এনে দেব স্বপ্নীল ভালবাসার একটি দেশ।
গঁজামিল নয়
জনতার মনের কথা বলি
তাই আজও লাল পতাকায় ভরসা রাখি
সব মানুষের,সব দেশের
মুক্ত মানবতা,মুক্তির সনদ লাল পতাকা।
আমার কন্ঠ
প্রতিবাদ করবেই
লাল পতাকার মিছিলে
অনেক ফুল আমায় নিয়ে
অনেকে দাঁড়িয়ে আছে,
আমি ধূলোয় লুটানো লাল পতাকার
রক্ত মাখা লাল ফুলটিই নেব।
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
আমারর কন্ঠ

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon