মায়ানমার থেকে যাদেরকে তাড়িয়ে দেয়া হলো, তারা কারা?
তারা রোহিঙ্গা ।
সিরিয়াতে , ইরাকে, লিবিয়ায় গুলি বোমার আঘাতে যারা মরে, তারা কারা ?
তারা মুসলমান ।
প্যালেস্টাইনে , গাজায় যারা মরছে , তারা কারা ?
তারা ফিলিস্তিনি ।
পাকিস্তানে যাদের মিথ্যা অভিযোগে মারা হয়, তারা কারা ?
তারা খৃস্টান ।
ভারতে গরু বাঁচাতে যাদের হত্যা করা হয়, তারা কারা ?
তারা মুসলমান ।
বাংলাদেশে যাদের গলা কেটে, কুপিয়ে হত্যা করা হয় , তারা কারা ?
তারা ব্লগার ।
নাসির নগর সহ বিভিন্ন স্থানে যাদের নির্যাতন করা হলো , তারা কারা ?
তারা হিন্দু ।
রামুতে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছিল, তারা কারা ?
তারা বৌদ্ধ ।
গাইবান্ধায় যাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া, হত্যা করা হলো, তারা কারা ?
তারা সাঁওতাল ।
বাংলাদেশের এত জনগন, তাদের পরিচয় কি ?
তারা কোন না কোন মার্কার ভোটার ।
তাইতো বলি , দেশে বিদেশে এত নির্যাতন চলছে অসহায় মানুষের উপর , প্রতিবাদ করার মানুষ এত কম কেন ?
শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
মানুষ কারা এবং কোথায় ?

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon