শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বিপ্লবে প্রতিষ্ঠিত রাষ্ট্রের মৌলিক চরিত্রঃ ভৌটে পরিবর্তনযোগ্য নয়!

বিপ্লবে প্রতিষ্ঠিত রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তনের প্রশ্নে কোনো ধরণের পার্লামেণ্টারী বিতর্ক ও ভৌট কিংবা গণভৌট গ্রহণযোগ্য নয়। এ-ধরণের যে-কোনো প্রচেষ্টা হবে রাষ্ট্রদ্রোহিতা এবং তা থামিয়ে দেওয়ার বৈধ ক্ষমতা রাষ্ট্রের আছে।

প্রশ্ন হচ্ছে এই ক্ষমতা কার হাতে থাকা উচিত? এই ক্ষমতা রাষ্ট্রের এক্সিকিউটিভ বা নির্বাহী অঙ্গের হাতে নয়, থাকতে হবে জুডিশিয়ারী বা বিচার বিভাগের হাতে।

অনেক রাষ্ট্রে কনষ্টিটিউশন্যাল কৌর্ট থাকে, যারা রাষ্ট্রের মৌলিক চরিত্রাদায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক যে-কোনো আইনকে নাল এ্যাণ্ড ভয়েড বা অবৈধ ঘোষণা করতে পারে, এমনকি যদি পার্লামেণ্টের ১০০% আইন প্রণেতাও তা সমর্থন করে।

রূপতঃ রাষ্ট্র নামের বৃক্ষে চড়ে সরকার নামের বৃক্ষারোহী ফল পাড়তে পারে, কিন্তু বৃক্ষ কর্তনের অধিকার তার নেই। আর, তা করতে চাইলে বিচার বিভাগ নামের মালীর অধিকার আছে বৃক্ষারোহীকে নামিয়ে দেওয়ার। আর, তা করতে পারলেই জনগণ নামের মালিকের অধিকার রক্ষিত হয়।

০৩/০৯/২১০৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon